মোপেড
মোপেড এক ধরনের ছোট মোটর সাইকেল, সাধারণত এটিতে মোটরসাইকেল বা অটোমোবাইল এর মত কঠোর লাইসেন্সিং এর প্রয়োজন হয় না। মোপেড শব্দটি বাইসাইকেল প্যাডেল এবং মোটরসাইকেল ইঞ্জিন বিহীন অনুরূপ বাহন বোঝাতেও ব্যবহৃত হয়। এটির মাধ্যমে সাধারণত পাবলিক রাস্তায় বাইসাইকেল এর চেয়ে দ্রুত ভ্রমণ করা যায়। আরো বেশি শক্তিশালী এবং সহজে নিয়ন্ত্রণের জন্য পরবর্তীতে মোপেডকে স্কুটার থেকে আলাদা করা হয়।[১] কিছু মোপেডের কাঠামো বিশেষ আকারের হয়, যেখানে অন্যান্য গুলো মোটরসাইকেল কাঠামোর মত নকশা করা হয়। এছাড়াও এতে কাঠামোর সাথে জ্বালানি তেলের ট্যাংক অন্তর্ভুক্ত থাকে। কিছু দেশে ১০০সিসি'র নিচে (সচরাচর ৫০সিসি বা এর নিচে) যেকোনো মোটরসাইকেলকে মোপেড হিসাবে গণ্য করা হয়।[২]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "What is the Difference Between Scooters and Mopeds?"।
- ↑ "What is a Scooter, Moped or Motorcycle?"। Carole Nash। ২০ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৯।