মোঃ ফখরুল আহসান বিএসপি, এনডিইউ, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পশ্চিম সাহারা -মিনারসোতে ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] বাংলাদেশ সেনাবাহিনীর এই জেনারেল ইতিপূর্বে ১০ম পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার ছিলেন।[২] এর আগে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট ছিলেন।[৩]

প্রাথমিক ও শিক্ষাজীবন

সম্পাদনা

আহসান বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স শেষে ২৩ ডিসেম্বর ১৯৮৮ সালে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ সম্পন্ন করেন।[৪]

কর্মজীবন

সম্পাদনা

আহসান জাতিসংঘ মিশনে সোমালিয়াতে (UNISOM-2) এবং কঙ্গো প্রজাতন্ত্রে (MONUC) নিয়োজিত ছিলেন। [৫] তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[৬]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার হলেন মেজর জেনারেল ফখরুল আহসান"banglanews24.com। ২০২৩-০৩-১৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  2. "১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও প্যারাকমান্ডো ব্রিগেড রানার্সআপ" 
  3. mehedi (২০২০-১২-২৪)। "বাঁধভাঙা আনন্দ নবীন সেনাদের, আত্নবিশ্বাস নিয়ে পথচলার উপদেশ প্রধানমন্ত্রীর"Kaler Alo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  4. "শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার মনোনীত হলেন ফখরুল আহসান" 
  5. আইএসপিআর (২০২৩-০৩-১৮)। "জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনারসো (পশ্চিম সাহারা)'তে ফোর্স কমান্ডার মনোনীত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান -"। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৪ 
  6. "৯২ ঘণ্টা অভিযানের পর শেষ 'অপারেশন টোয়াইলাইট'"sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৪