আতিউর রহমান আতিক

বাংলাদেশী রাজনীতিবিদ
(মোঃ আতিউর রহমান আতিক থেকে পুনর্নির্দেশিত)

আতিউর রহমান আতিক হলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ যিনি শেরপুর-১ আসনের সংসদ সদস্য। তিনি একজন মুক্তিযোদ্ধা। [১]

মোঃ আতিউর রহমান আতিক
শেরপুর-১ আসনের সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১২ জুন ১৯৯৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ ডিসেম্বর ১৯৫৭
শেরপুর
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীশামছুন্নাহার শান্তা
সন্তানতিনটি কন্যা
শিক্ষাবি.এ
পেশারাজনীতিবিদ

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আতিক ১ ডিসেম্বর ১৯৫৭ সালে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের বারঘরিয়া গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বি.এ পাশ করেছেন। তার স্ত্রী শামছুন্নাহার শান্তা শেরপুর শহরের চন্দ্রকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তার তিনটি কন্যা সন্তান রয়েছে। তার মেয়ে শারমিন রহমান অমি একজন চিকিৎসক।

রাজনৈতিক জীবন সম্পাদনা

আতিউর রহমান আতিক রাজনৈতিক জীবন শুরু অষ্টম শ্রেণির শিক্ষার্থী থাকা অবস্থায় ১৯৭১ সালে। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৯ সালে শেরপুর সরকারি কলেজ সংসদের ভিপি নির্বাচিত হন। তিনি ১৯৮৮ সালে একবার শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম, ৫ জানুয়ারি ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২] [৩] তিনি দশম ও একাদশ জাতীয় সংসদের হুইপ।[৪]

সমালোচনা সম্পাদনা

১৭ এপ্রিল ২০১৮ সালে উচ্চ আদালতের নির্দেশে দুদক আতিককে তদন্ত করে।[৫] তার শ্বশুর রাজাকার ছিলেন এই অভিযোগ উঠলেও তার দাবি শ্বশুর রাজাকার নন মুসলিম লীগের নেতা ছিলেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ 
  2. "Md. Atiur Rahman Atik -মোঃ আতিউর রহমান আতিক History"Amarmp (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮ 
  3. "৫ম বারের মতো মনোনয়ন পেলেন আতিউর রহমান আতিক"banglatribune। ৮ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২২ 
  4. "ACC interrogates whip Atik"Dhaka Tribune। ১৭ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮ 
  5. "Sherpur-1 MP removed from constituency by EC"Ittefaq। ৬ মে ২০১৬। ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮ 
  6. "হুইপ আতিউরের নামে-বেনামে সম্পদের পাহাড়"www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৩