মৈনা কুমারী ভাণ্ডারী

নেপালী রাজনীতিবিদ

মৈনা কুমারী ভাণ্ডারী (জন্ম: ১ অক্টোবর, ১৯৫৮) [১] হলেন একজন নেপালি সমাজতান্ত্রিক রাজনীতিবিদ এবং নেপালের সংঘীয় সংসদের প্রতিনিধি সভার সদস্য। [২][৩]

মৈনা কুমারী ভাণ্ডারী
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তানেপালি
রাজনৈতিক দলনেপাল কমিউনিস্ট পার্টি

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি ১৯৫৮ সালের ১লা অক্টোবর নেপালের গুল্মী জেলার জুনিয়া গ্রামে ভক্ত বাহাদুর এবং চন্দ্র কলা দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। [১] তিনি দক্ষতার শংসাপত্রের স্তর পর্যন্ত শিক্ষিত। ২০০৮ সালে অবসর নেওয়ার আগে তিনি ২৫ বছর স্কুল শিক্ষিকা ছিলেন।[১]

রাজনৈতিক জীবন সম্পাদনা

তিনি ১৯৮০ সালে ছাত্রী হিসাবে রাজনীতিতে যোগ দেন। তিনি তৎকালীন সিপিএন এমএল, পরবর্তী সিপিএন ইউএমএলের ছাত্র সংগঠন এএনএনএফএসইউতে যোগ দিয়েছিলেন। ২০১৩ সাল পর্যন্ত তিনি সিপিএন ইউএমএলের নারী শাখার সর্ব নেপাল মহিলা সমিতির লুম্বিনী অঞ্চলের "ইনচার্জ" ছিলেন, পাশাপাশি দলের কেন্দ্রীয় সদস্য ছিলেন। [১]

তিনি ২০০৮ সালের এবং ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে গুল্মী-১ আসনের সিপিএন ইউএমএল প্রার্থী ছিলেন।[১]

২০১৭-এর আইনসভা নির্বাচনে তিনি সিপিএন ইউএমএলের প্রার্থী (বর্তমানে নেপাল কমিউনিস্ট পার্টি) হিসেবে নির্বাচিত হন। তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার অধীনে নারীদের জন্য ও খস-আর্য গোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Maina Kumari Bhandari"election2013.ujyaaloonline.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-৩১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Maina Kumari Bhandari"hr.parliament.gov.np (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-৩১ 
  3. "'Agreement between government and Dr KC going positively'"Setopati (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-৩১ 
  4. "UML submits nomination for parliament members under PR system to EC"The Himalayan Times (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-১১। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-৩১