মেরিয়েম উজেরলি

জার্মান অভিনেত্রী

মেরিয়েম উজেরলি বা মেরিয়েম উযেরলি (ইংরেজি: Meryem Uzerli', তুর্কি উচ্চারণ: [mæɾˈjæm uzæɾˈli]), জন্ম ১২ আগস্ট ১৯৮৩,[১] হলেন একজন তুর্কি-জার্মান অভিনেত্রী ও মডেল যিনি ২০১২-১৩ সালের তুর্কি টিভি ধারাবাহিক মুহতেশেম ইউযিউয়েল-এ হুররেম সুলতান চরিত্রে অভিনয়ের মাধ্যমে সবার নজরে উঠে আসেন, এবং এর মাধ্যমে তিনি সমালোচকদের প্রশংসা পান ও গোল্ডেন বাটারফ্লাই পুরস্কারসহ অগণিত পুরস্কার জয় করে নেন।[২]

Meryem Uzerli
মেরিয়েম উজেরলি
জন্ম
মেরিয়েম সারাহ ইউজারলি

(1983-08-12) আগস্ট ১২, ১৯৮৩ (বয়স ৪০)
জাতীয়তাজার্মান, তুর্কি
শিক্ষাস্কাউস্পিয়েল স্টুডিও ফ্রেসে
ফ্রেইয়ি ওয়াল্ডরফ স্কুল
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০৮-বর্তমান
সন্তান1
ওয়েবসাইটwww.meryem.me

উজেরলি জার্মানির ক্যাসেলে জন্ম হন ও সেখানেই বেড়ে ওঠেন। জার্মান প্রডাকশনগুলোতে অপ্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার অভিনয়জীবন শুরু করেন। পরবর্তীতে ২০১০ সালের নত্রুফ হাফেনকান্তেএইন ফল ফার যুয়েল নামক জার্মান ধারাবাহিকে অভিনয় করেন। এছাড়াও ২০১০-এর জার্মান চলচ্চিত্র জার্নি অব নো রিটার্ন এবং জেচ আবের বাইলেত-এ অভিনয়ের জন্যেও সুপরিচিত। ২০১০-এর শেষের দিকে, তিনি মেরাল ওকায় কর্তৃক মুহতেশেম ইউযিউয়েল-এর জন্য নির্বাচিত হন। নিজ অভিনয় পেশাজীবনের জনপ্রিয়তার সুবাদে, তিনি বহু বিজ্ঞাপন চলচ্চিত্র ও খ্যাতনামা ব্র্যান্ডের এম্বাসেডর হয়েছেন। ২০১২ সালে তিনি জিকিউ তুরস্ক ম্যাগাজিন কর্তৃক ওম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হন। এখন পর্যন্ত তিনি মুহতেশেমে ইউযিউয়েল এর জন্য ৩০টিরও বেশি পুরস্কার পেয়েছেন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Meryem Uzerli"। filmmakers। ডিসেম্বর ২২, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২২, ২০১৪ 
  2. "Onu ancak ölüm durdurur - hurriyet.com.tr" (তুর্কি)

বহিঃসংযোগ সম্পাদনা