মেরা নাম করেগী রোশন
মেরা নাম করেগী রোশন (হিন্দি: मेरा नाम करेगी रोशन) একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ছিল, যা জি টিভিতে প্রচারিত হতো। এই ধারাবাহিকটি একটি মেয়ের গল্প এবং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তার যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত।[১] ২০১০ সালের ১২ জুলাই এটি প্রথমবারের মতো প্রকাশিত হয়েছিল, তবে ২৬শে নভেম্বর তারিখে এক ঘোষণায় জানানো হয়েছিল যে ভালো রেটিং না থাকায় এই ধারবাহিকটি আর প্রচারিত হবে না।[২] এই ধারাবাহিকের সর্বশেষ পর্বটি ৯ই ডিসেম্বর তারিখে প্রচারিত হয়েছে। এটি আর্তিসিয়ান অ্যান্ড নিরমন স্টুডিও, ভাসাইয়ে (ত্রিবেণী গ্রুপ ভেনচার) ধারণ করা হয়েছিল।
মেরা নাম করেগী রোশন | |
---|---|
ধরন | নাটক |
পরিচালক | অরবিন্দ বাবল |
অভিনয়ে | সানা শেখ গৌতম রোড়ে আম্রপালি দুবে সুফি মালহোত্রা হিমানি শিবপুরী সাহিল আনন্দ |
উদ্বোধনী সঙ্গীত | "মেরা নাম করেগী রোশন" |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৯০ |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | রবি শর্মা |
প্রযোজক | রহিল কাজী ও জামনদাস মাজেথিয়া |
চিত্রগ্রাহক | রবি নাইডু |
সম্পাদক | রাজেশ পান্ডে ও শশাঙ্ক সিং |
ক্যামেরা সেটআপ | বহু-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | প্রায় ২৪ মিনিট |
নির্মাণ কোম্পানি | নয়েল প্রোডাকশনস হ্যাটস অফ প্রোডাকশন আর্তিসিয়ান অ্যান্ড নিরমন ভাসাই (ত্রিবেণী গ্রুপ ভেনচার) |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | জি টিভি |
ছবির ফরম্যাট | ৫৭৬আই (এসডিটিভি) |
মূল মুক্তির তারিখ | ১২ জুলাই ২০১০ ৯ ডিসেম্বর ২০১০ | –
অভিনয়ে
সম্পাদনা- সানা শেখ / আম্রপালি দুবে – রীত
- সুফি মালহোত্রা – যোগ্য (রীতের স্বামী)
- হিমানি শিবপুরী – যোগ্যের মা
- সাহিল আনন্দ – ভীষ্ম
- গৌতম রোড়ে – সম্ভদ
- বিক্রম গোখলে – ঠাকুর বীর প্রতাপ সিং (রীতের বাবা)
- কৌশল্য (রীতের মা)
- যশপাল শর্মা – কুওয়ার কুলদীপ সিং (রীতের বড় ভাই)
- লুবনা সালিম – যশোদা (কুলদীপের স্ত্রী)
- অনিরুদ্ধ দাভে – রাজবীর সিং (রীতের দ্বিতীয় বড় ভাই)
- শীতল দাভোলকর – ঐশ্বর্য (রাজবীরের স্ত্রী)
- নম্রতা থাপা – কারেন্টিয়া (লোচানের বান্ধবী)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Zee TV to air Mera Naam Karegi Roshan"। IndianWeekender.com। ২০১০-০৭-০৮। ২০২৩-০৮-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০২।
- ↑ "Zee TV's Mera Naam Karegi Roshan To Go Off Air"। RealBollywood.com। ২৬ নভেম্বর ২০১০। ৩১ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
সম্পাদনা- জি টিভিতে মেরা নাম করেগী রোশন (ইংরেজি)