মেনেস্থেউস (প্রাচীন গ্রিক ভাষায়: Μενεσθεύς মেনেস্থেউ্যস্‌) গ্রিক পুরাণে উল্লেখিত পেতেউসের একমাত্র পুত্র।[] ট্রোজান যুদ্ধ চলাকালীন মেনেস্থেউস অ্যাথেন্সের রাজা ছিলেন। তিনি থেসেউসের পর অ্যাথেন্সের রাজা হন।[]

মেনেস্থেউস হেলেনের অন্যতম পাণিপ্রার্থী ছিলেন।[] ইলিয়াডে নেস্টরের পর তিনিই সর্বাধিক রথ ও অস্ত্রশস্ত্রসহ যোদ্ধা নিয়োগ দেন।[] মেনেস্তেউস ট্রয়ের ঘোড়া চালক অন্যতম যোদ্ধা ছিলেন।[]

ট্রয় থেকে বিতাড়িত হয়ে তিনি মিলায় চলে যান, সেখান থেকে তিনি মিলোর রাজা হন।[] মেনেস্তেউসের মৃত্যুর পর অ্যাথেন্সের ক্ষমতা পুনরায় থেসেউসের পরিবারের হাতে চলে যায়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Tzetzes, "Homeric Allegories, Prologue", 554 - 555।
  2. Pausanias, Description of Greece, 1. 17. 5।
  3. Pseudo-Apollodorus, Bibliotheca, 3. 10. 8।
  4. Iliad, 2. 552 ff
  5. Quintus Smyrnaeus, "Fall of Troy", 12. 314।
  6. Pseudo-Apollodorus, Bibliotheca, Epitome of Book 4, 6. 15b = Tzetzes on Lycophron, 911।
  7. Plutarch, Theseus, 35. 5।
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
থেসেউস
অ্যাথেন্সের রাজা উত্তরসূরী
দেমোফোন

টেমপ্লেট:ইলিয়াডের চরিত্রসমূহ