মেনিসকাস (গ্রিক শব্দ "ক্রিসেন্ট" থেকে শব্দটির উৎপত্তি) হলো কোনো তরলাধারে রাখা তরলের উপরিতলের বেঁকে যাওয়া অংশ। পাত্রের দেওয়ালের কাছাকাছি থাকা তরলই এই বৈশিষ্ট্য দেখায়। উত্তল কিংবা অবতল, দু'ধরনেরই মেনিস্‌কাস ঘটতে পারে, এটি নির্ভর করে তরল আর পৃষ্ঠতলের ওপর।

A: অবতল মেনিস্‌কাসের নিম্নতল।
B: উত্তল মেনিসকাসের উপরিতল।

The meniscus and measurement সম্পাদনা

 
ব্যুরেটে রঙিন পানির মেনিস্‌কাস। সঠিক গভীরতা নির্নয় করতে পাঠ নিতে হবে ২০.০০ মিলি লিটার।