মেজর ধ্যান চাঁদ খেলরত্ন
ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান
(মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার থেকে পুনর্নির্দেশিত)
মেজর ধ্যান চাঁদ খেলরত্ন (পূর্বে রাজীব গান্ধী খেলরত্ন) ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। পুরস্কারটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত। মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার একটি পদক, একটি মানপত্র ও নির্দিষ্ট পরিমাণ আর্থিক পুরস্কার নিয়ে গঠিত। ২০০৪-০৫ সালের হিসেব অনুসারে, বর্তমানে এই পুরস্কারের অর্থমূল্য ৫০০,০০০ ভারতীয় টাকা।[১] ১৯৯১-৯২ সালে দেশের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজীব গান্ধী খেলরত্ন চালু হয়। যদিও এই পুরস্কারের আগে থেকেই প্রতিবছর ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জুন পুরস্কার প্রদানের রীতি চলে আসছিল।
রাজীব গান্ধী খেলরত্ন | |
---|---|
ধরন | অসামরিক |
পুরস্কারদাতা | কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ |
প্রথম পুরস্কৃত | ১৯৯১ - ১৯৯২ |
সর্বশেষ পুরস্কৃত | ২০০৭ -২০০৮ |
প্রাপক তালিকা
সম্পাদনাক্রমিক সংখ্যা | বর্ষ | নাম | খেলা |
---|---|---|---|
০১ | ১৯৯১-৯২ | বিশ্বনাথন আনন্দ | দাবা |
০২ | ১৯৯২-৯৩ | গীত শেঠি | বিলিয়ার্ডস |
০৩ | ১৯৯৩-৯৪ | দেওয়া হয়নি* | - |
04 | 1994-95 | Cdr. Homi D. Motivala and Lt. Cdr. P. K. Garg | Yachting (Team Event) |
05 | 1995-96 | Karnam Malleswari | Weightlifting |
06 | 1996-97 | Leander Paes and Nameirakpam Kunjarani (Joint) | Tennis and Weightlifting respectively |
07 | 1997-98 | Sachin Tendulkar | Cricket |
08 | 1998-99 | Jyotirmoyee Sikdar | Athletics |
09 | 1999-2000 | Dhanraj Pillay | Hockey |
10 | 2000-01 | Pullela Gopichand | Badminton |
11 | 2001-02 | Abhinav Bindra | Shooting |
12 | 2002-03 | Anjali Ved Pathak Bhagwat and K. M. Beenamol (Joint) | Shooting and Athletics respectively |
13 | 2003-04 | Anju Bobby George | Athletics |
14 | 2004-05 | Lt. Col Rajyavardhan Singh Rathore | Shooting |
15 | 2005-06 | Pankaj Advani | Billiards & Snooker |
16 | 2006-07 | Manavjit Singh Sandhu | Shooting |
17 | 2007-08 | Mahendra Singh Dhoni | Cricket |
|- bgcolor="#e4e8ff" |18 |2018-2019 |Virat Kohli |Cricket |}
- ১৯৯৩-৯৪ সালে পুরস্কার প্রদান করা হয়নি।
পাদটীকা
সম্পাদনা- ↑ Youth Affairs and Sports, Ministry of (2005-08-30)। "Awards – Rajiv Gandhi Khel Ratna Award"। NIC। ২০০৫-১১-২২ তারিখে মূল (HTML) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2006-05-15। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
তথ্যসূত্র
সম্পাদনা- Government of India (2001-09-29)। "President presents Rajiv Gandhi Khel Ratna, Arjuna and Dronacharya Awards"। Press Information Bureau। সংগ্রহের তারিখ 2006-05-15। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - WEBINDIA123.COM। "Rajiv Gandhi Khel Ratna Award Winners" (HTML)। সংগ্রহের তারিখ ২০০৬-০৫-১৫।
- Youth Affairs and Sports, Ministry of (2005-08-30)। "List of Rajiv Gandhi Khel Ratna Award Winners"। NIC। ২০০৬-০৭-০৪ তারিখে মূল (HTML) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2006-05-15। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)