মেঘালয়ে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী

ভারতের মেঘালয়ায় চলমান কোভিড-১৯ এর ভাইরাল বৈশ্বিক মহামারী

ভারতে ২০১৯–২০ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর প্রথম ঘটনাটি ৩০ জানুয়ারী ২০২০ সালে চীন থেকে উদ্ভূত হয়েছিল । আস্তে আস্তে মহামারীটি ভারতের মেঘালয় রাজ্য সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে। ২০২০ সালের ১৪ এপ্রিল এই অঞ্চলে সংক্রমণের প্রথম ঘটনাটি রেকর্ড করা হয়েছিল।

২০২০ মেঘালয়ে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী
রোগকোভিড-১৯
ভাইরাসের প্রজাতিসার্স-কোভ-২
স্থানমেঘালয়, ভারত
প্রথম সংক্রমণের ঘটনাশিলং
আগমনের তারিখ১৪ এপ্রিল ২০২০
(৪ বছর, ২ মাস, ১ সপ্তাহ ও ৪ দিন)[১]
উৎপত্তিউহান, হুবেই, চীন
নিশ্চিত আক্রান্ত৪৪ (১০ জুন ২০২০)
সক্রিয় আক্রান্ত১৭
সুস্থ২৬ (১৪ জুন ২০২০)
মৃত্যু
১ (১৫ এপ্রিল ২০২০)
মৃত্যুর হার
২২ সেপ্টেম্বর ২০২০ অনুসারে ২.২৭%
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
meghealth.gov.in

২০২০ সালের ১৪ মে পর্যন্ত মেঘালয়ে মোট ঘটনার সংখ্যা ১৩টি। এটির মধ্যে ২টি সক্রিয় ঘটনা রয়েছে, ১০ জন আ্ররোগ্যলাভ করেছে এবং ১ জনের মৃত্যু হয়েছে। [২]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Meghalaya registers first COVID-19 positive case"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-১৪। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৪ 
  2. "MoHFW-GOI"Ministry of Health and Family Welfare। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০