মেগাম ভাষা
মেগাম ভাষা সিনো তিব্বতি ভাষাগোষ্ঠীর সদস্য। বাংলাদেশে এই ভাষায় ক্ষুদ্র জনগোষ্ঠী কথা বলে থাকে। এটা গারো ভাষার কাছাকাছি একটি ভাষা হলেও খাসি ভাষার ব্যাপক প্রভাব রয়েছে এবং আবেং ভাষার সাথে ৭-৯% ভাষাগত মিল আছে। খাসিয়া ভাষা লিঙ্গাম এর সাথে ৬০% মিল আছে।
মেগাম | |
---|---|
দেশোদ্ভব | বাংলাদেশ |
মাতৃভাষী | ৬,৯০০ (২০০০)[১] |
চীনা-তিব্বতি
| |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | mef |
গ্লোটোলগ | mega1243 [২] |
তথ্যসূত্রসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |