মৃত সাগরের পাণ্ডুলিপি
বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
মৃত সাগর পাণ্ডুলিপি, বিশেষার্থে, কুমরান গুহা পাণ্ডুলিপি, ১৯৪৬/৪৭ ও ২০১৭ সালে ১২টি গুহায় আবিষ্কৃত ৯৮১টি পাণ্ডুলিপির সংগ্রহ যা হেলেনীয় আমলের ইহুদি বসতি খিরবেত কুমরানের সংলগ্নে পাওয়া যায় পূর্ব ইহুদি মরুভুমিতে। ধারণা করা হয় ৩য় খ্রিষ্টপূর্ব থেকে ১ম খ্রিষ্টাব্দের মধ্যে এর প্রস্তুতকাল[১]।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Digital Dead Sea Scrolls at the Israel Museum, Jerusalem - Nature and Significance"। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০১।