মুৎসুদ্দী (আরবি: متصدی) আরবি শব্দ। আরবি মুতাসাদ্দী শব্দের সাধারণ অর্থ হিসাব রক্ষক বা করণিক।[১] সুলতানী আমল, মোগল আমল এবং ব্রিটিশ আমলে হিসাব রক্ষক, বন্দর কর্মকর্তা এবং করণিকদের মুৎসুদ্দী বলা হতো। মুৎসুদ্দী বাংলাদেশ এবং ভারতে বেশিরভাগ ক্ষেত্রে বৌদ্ধদের পদবি এবং ভারতের গুজরাতে ও পাকিস্তানে কদাচিৎ মুসলমানদের পদবি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।[২]

মুৎসুদ্দী পদবি যুক্ত বিখ্যাত ব্যক্তি সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা