মুহাম্মাদ বাশার নামর আজিজি
জন্ম২২ আগস্ট ১৯৯৭
মৃত্যু২৪ জুলাই ২০২২(2022-07-24) (বয়স ২৪)
মৃত্যুর কারণগুপ্তহত্যা
জাতীয়তা ফিলিস্তিনি
অন্যান্য নামআবু সালিহ
পেশাপ্রতিরোধকারী
পরিচিতির কারণইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণ

মুহাম্মাদ আজিজি (২২ আগস্ট ১৯৯৭ - ২৪ জুলাই ২০২২) একজন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং আরিনুল আসওয়াদ দলের একজন বিশিষ্ট নেতা এবং প্রতিষ্ঠাতা ছিলেন। ২৪শে জুলাই ২০২২ সালে ইসরায়েলিরা তাকে হত্যার আগপর্যন্ত আজিজি ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। সেদিন নাবলুসের পুরাতন শহরের ইয়াসমিনা পাড়ায় শহরের উপর আকস্মিক অভিযানে তিনি নিহত হন।[১]

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

আজিজি নাবলুসের পুরাতন শহরের ইয়াসমিনা পাড়া থেকে এসেছেন। যেখানে তিনি তার জীবনের অনেক বছর কাটিয়েছেন।

গুপ্তহত্যা সম্পাদনা

ইসরায়েলের বিশেষ বাহিনী ২৪ শে জুলাই ২০২২ তারিখে নাবলুস শহরে হামলা চালায়। এই বাহিনীগুলি ইয়ামাম ইউনিট এবং গিভাতি ইউনিটের সমন্বয়ে গঠিত হয়েছিল, যার লক্ষ্য ছিল বেশ কিছু কাঙ্ক্ষিত ব্যক্তিকে হত্যা করা। তিনি এবং তার কিছু সঙ্গী তার পারিবারিক বাড়িতে ছিলেন পুরাতন শহরের ইয়াসমিনা পাড়ায় যখন আক্রমণকারী বাহিনী ওই এলাকায় আক্রমণ করে এবং প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. لاين, فلسطين أون (২০২২-০৭-২৫)। "بدمائه رسم مسارًا لوحدة المقاومة محمد العزيزي.. دماءٌ تزهر في حارة "الياسمينة""فلسطين أون لاين (আরবি ভাষায়)। ২০২৩-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২১ 
  2. "الهلال الأحمر: ارتقاء الشابين عبود صبح (29 عاماً) ومحمد العزيزي (22 عاماً) برصاص الاحتلال في نابلس"الهلال الأحمر: ارتقاء الشابين عبود صبح (29 عاماً) ومحمد العزيزي (22 عاماً) برصاص الاحتلال في نابلس। ২০২২-০৭-২৪। ২০২৩-০৬-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২১