মুহাম্মদ সাদিক মুহাম্মদ ইউসুফ

মুহাম্মদ সাদিক মুহাম্মদ ইউসুফ (১৫ এপ্রিল ১৯৫২ - ১০ মার্চ ২০১৫) একজন উজবেকিস্তানি মুসলিম পণ্ডিত ছিলেন।তিনি আন্দিজান অঞ্চলে জন্মগ্রহণ করেন।

মুহাম্মদ সাদিক মুহাম্মদ ইউসুফ
জন্ম১৫ এপ্রিল ১৯৫২
মৃত্যু১০ মার্চ ২০১৫(2015-03-10) (বয়স ৬২)
তাসখন্দ, উজবেকিস্তান
জাতীয়তাউজবেক
শিক্ষামির-ই আরব মাদ্রাসা
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহমধ্য এশিয়া এবং কাজাখস্তানের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসন

মুহাম্মদ সাদিক ছিলেন মুহাম্মদ-ইউসুফের ছেলে (যিনি ২০০৪ সালে মারা যান), যিনি ছিলেন আন্দিজানের একজন পণ্ডিত মুহাম্মদ-আলির ছেলে।[] তিনি মধ্য এশিয়া ও কাজাখস্তানের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের মুফতি ছিলেন। স্বাধীনতার পর তিনি ছিলেন উজবেকিস্তানের প্রথম মুফতি।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "A Face of Islam - Muhammad Sodiq Muhammad Yusuf" (পিডিএফ) 
  2. Moscow, USSR - December 21, 1990: Portrait of Uzbekistan's first mufti people's deputy Sheikh Muhammad Sadik Muhammad Yusuf at 4th Congress of People's Deputies of the USSR alamy.com