মুসান্নাফ ইবনে আবি শায়বাহ

হাদিস গ্রন্থ

মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (مصنف ابن أبي شيبة) একটি বৃহত্তর হাদিসগ্রন্থ যাতে সাইত্রিশ হাজারেরও বেশি হাদিসআছার লিখিত আছে।এটির লেখক প্রখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে আবি শায়বাহ(রহ.)

মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
লেখকইবনে আবি শায়বাহ
মূল শিরোনামمصنف ابن أبي شيبة
ভাষাআরবী
বিষয়হাদিস
ধরনহাদিসগ্রন্থ

বর্ণনা সম্পাদনা

আবু বকর ইবনে আবু শায়বাহ আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে ইবরাহীম ইবনে ওছমান ইবনে খাওয়াস্তী আল-আবসী (রহ.) এই গ্রন্থের লেখক।আল মুসান্নাফ নামে তিনি এই গ্রন্থ লিখেছেন।ইবনে আবি শায়বাহ(রহ.) ১৫৯ হিজরীতে জন্মগ্রহণ করেছেন এবং ২৩৫ হিজরীতে মৃত্যুবরণ করেছেন।হাদিস সংকলন যুগের প্রথম দিককার গ্রন্থ এটি।এতে ৩৭ হাজারেরও বেশি হাদিস রয়েছে।[১]

উদাহরণ সম্পাদনা

সংস্করণ সমূহ সম্পাদনা

এই মহা মূল্যবান গ্রন্থটি বহু প্রাকশনী থেকে বহুবার প্রকাশিত হয়েছে।

  1. মাকতাবা রুশদ, রিয়াদ হতে অতি বৃহৎ আকারে ৭ খণ্ডে শায়খ কামাল ইউসুফ হূতের তাহকীকে প্রকাশিত হয়েছে (মাকতাবা শামেলা অনুসারে)। ১৪০৯ হিজরীতে এর প্রথম মুদ্রণ প্রকাশিত হয়। এর হাদিস সংখ্যা ৩৭,৯৪৩টি।
  2. শায়খ মুহাম্মাদ আওয়ামার তাহকীকে মুদ্রিত। যা সূচীপত্রসহ ২৬ খণ্ডে সমাপ্ত। এতে ৩৯,০৯৮টি হাদিস রয়েছে।
  3. শায়খ আবু মুহাম্মাদ উসামা ইবনে ইবরাহীম ইবনে মুহাম্মাদের তাহকীকে প্রকাশিত। যার হাদীছ সংখ্যা ৩৮,৯০৭টি। এটি ১৩ খণ্ডে সমাপ্ত।
  4. শায়খ ড. সাদ ইবনে নাছের ইবনে আব্দুল আযীযের তাহকীকে মুদ্রিত। যা ২০ খণ্ডে সমাপ্য এবং এর হাদিস সংখ্যা ৩৯,৬৩২টি ইত্যাদি।[২]

এছাড়াও আরও বিভিন্ন প্রকাশনী হতে বিভিন্ন সময় এটি মুদ্রিত ও প্রকাশিত হয়েছে।

অনুবাদ সম্পাদনা

ব্যাখ্যাগ্রন্থ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মুসান্নাফ ইবনে আবি শায়বাহ গ্রন্থ।
  2. Alitisam। "গ্রন্থ পরিচিতি-৩ : মুছান্নাফ ইবনু আবী শায়বাহ | Al Itisam" (ইংরেজি ভাষায়)। ২০২৩-০১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৫