মুরারই গভঃ পলিটেকনিক কলেজ
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ডিসেম্বর ২০১৮) |
মুরারই গভঃ পলিটেকনিক কলেজ একটি সরকারি পলিটেকনিক কলেজ। এটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ২০১৫ সালে স্থাপিত হয়। এই পলিটেকনিক কলেজটি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় কারিগরী পরিষদ এর সঙ্গে যুক্ত এবং সর্ব ভারতীয় টেকনিক্যাল পরিষদ দ্বারা স্বীকৃত।[১] এই কলেজটি মূলত ডিপ্লোমা কলেজ, যার ডিপ্লোমা কোর্সগুলি হল - ইলেক্ট্রনিক্স-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সার্ভে ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স টেকনোলজি।
ধরন | পলিটেকনিক কলেজ |
---|---|
স্থাপিত | ২০১৫ |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | গ্রামীণ |
মুরারই গভঃ পলিটেকনিক কলেজটি মুরারই থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রামে মহুরাপুরে অবস্থিত।
যোগাযোগ
সম্পাদনানিকটবর্তী রেলওয়ে স্টেশন বাঁশলই, রাজগ্রাম এবং মুরারই। এছাড়া রয়েছে ৭নং রাজ্য সড়ক।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Affiliated Polytechnic with the West Bengal State Council of Technical Education"। ২৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৮।