মীনা (অভিনেত্রী)

ভারতীয় অভিনেত্রী

মীনা (তামিল: மீனா) হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী; মূলত তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করা মীনা কিছু হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ১৯৮২ সালে তিনি প্রথম একজন শিশুশিল্পী হিসেবে নেনজাঙ্গাল (তামিল) চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং পরে অনেক আঞ্চলিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেন।[] পরের দুই দশক মীনা প্রচুর চলচ্চিত্রে অভিনয় করেন একজন প্রাপ্তবয়স্ক শিল্পী হিসেবে।[]

মীনা
জন্ম
মীনা দুরাইরাজ

(1976-09-16) ১৬ সেপ্টেম্বর ১৯৭৬ (বয়স ৪৮)[]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী[]
কর্মজীবন১৯৮২-বর্তমান
দাম্পত্য সঙ্গীবিদ্যাসাগর (বি. ২০০৯)[]
সন্তাননয়নিকা
পিতা-মাতাদুরাইরাজ
মল্লিকা

মীনা তেলুগু চলচ্চিত্র শিল্পের 'চিরসবুজ অভিনেত্রী' হিসেবে পরিচিত।[] মীনা চলচ্চিত্রে অভিনয় ছাড়াও পরে টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করেছেন এবং একজন অনুবাদ শিল্পী (ডাবিং আর্টিস্ট) হিসেবেও তার কিছুটা দক্ষতা আছে।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

মীনার জন্ম চেন্নাইতে। তার বাবা দুরাইরাজ ছিলেন তামিল এবং মা রাজামল্লিকা ছিলেন মালয়ালমভাষী, কেরালা রাজ্যের কণ্ণুর জেলার চিরাক্কালে বড় হন মীনা।[] চেন্নাইয়ের বিদ্যাযোদ্ধা বিদ্যালয়ে পড়েছিলেন মীনা। ছোটো বেলা থেকেই অভিনয় জীবনের প্রতি মনোনিবেশ ছিলো মীনার। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তিনি ভরতনাট্যম নৃত্যে প্রশিক্ষণ নিয়েছিলেন তরুণ বয়সেই এবং তিনি তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম এবং হিন্দি ভাষায় অনর্গল কথা বলতে পারেন।

২০০৯ সালের ১২ই জুলাই মীনা বেঙ্গালুরুবাসী বিদ্যাসাগর নাম্নী এক বড় ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালের জানুয়ারীতে মীনা নয়নিকা নামের এক কন্যার জন্ম দেন[][] যে অভিনেতা বিজয়ের সঙ্গে 'থেরি' (২০১৬) চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে।

কর্মজীবন

সম্পাদনা

শিশু শিল্পী মীনা ১৯৮২ সালে শিশু শিল্পী হিসেবে নেনজাঙ্গাল চলচ্চিত্রে তার কর্মজীবন শুরু করেন, যেখানে শিবাজি গণেশন তাকে জন্মদিনের পার্টিতে দেখেছিলেন। তিনি শিশু শিল্পী হিসেবে গণেশনের সাথে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[] তিনি রজনীকান্তের সাথে এনকেও কেত্তা কুরাল এবং আনবুল্লা রজনীকান্ত নামে দুটি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন। আনবুল্লা রজনীকান্ত, যেখানে তিনি রজনীকান্তকে উষ্ণতা প্রদানকারী একটি অসুস্থ শিশুর ভূমিকায় অভিনয় করেছিলেন - যা তার ক্যারিয়ারের বৃদ্ধিতে একটি প্রধান নির্দেশক হয়ে ওঠে। শিশু শিল্পী হিসেবে মালয়ালম ভাষায় তার আত্মপ্রকাশ হয়েছিল পিজি পরিচালিত ওরু কচুকথা আরম পরায়থা কথা মুভিতে। বিশ্বম্ভরন। তিনি একটি শিশু হিসাবে ৪৫ টিরও বেশি চলচ্চিত্রে উপস্থিত ছিলেন।

চলচ্চিত্র তালিকা

সম্পাদনা

পুরস্কার এবং মনোনয়ন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. [১] starsunfolded.com, 2017. Retrieved 4 December 2019
  2. Athira M. (২৯ মে ২০১৩)। "A different scene"। The Hindu। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৩ 
  3. "Meena weds Vidyasagar" indiaglitz.com, 13 July 2009. Retrieved 16 September 2012
  4. "Evergreen heroine: Meena"
  5. "Top 10 ever-green actresses in Telugu films"
  6. "Meena weds Vidyasagar at Tirumala"Sify Movies। ১২ জুলাই ২০০৯। ১৩ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৩ 
  7. "Meena delivers a baby girl"Oneindia। ৩ জানুয়ারি ২০১১। ১৬ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১১ 
  8. জর্জ, বিজয় (19 মার্চ 2005)। "নেতৃস্থানীয় ভদ্রমহিলা". হিন্দু. চেন্নাই, ভারত। 23 মে 2005 তারিখে মূল থেকে আর্কাইভ করা হয়েছে। 1 মে 2009 সংগৃহীত

বহিঃসংযোগ

সম্পাদনা