মিলখা সিং

ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড ক্রীড়াবিদ

মিলখা সিং (২০ নভেম্বর ১৯২৯ - ১৮ জুন ২০২১) আন্তর্জাতিক ক্ষেত্রে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ। তাকে স্বাধীন ভারতের প্রথম তারকা ক্রীড়াবিদ হিসাবে আখ্যায়িত করা হয়।[]

মিলখা সিং
২০১২ সালে মিলখা সিং
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৯২৯-১১-২০)২০ নভেম্বর ১৯২৯
গোবিন্দপুর, পাঞ্জাব প্রদেশ, ব্রিটিশ ভারত
মৃত্যু১৮ জুন ২০২১(2021-06-18) (বয়স ৯১)
চণ্ডীগড়, ভারত
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াঅ্যাথলেটিক্স
বিভাগদৌড়বিদ

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

১৯২৯ সালের ২০ নভেম্বর ততকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ভারত বিভাগের সময় পাকিস্তানে তার পিতামাতা ও সাত ভাইবোনকে তার সামনেই হত্যা করা হয়; সেসময় তার পিতা তাকে বলেন, ভাগ মিলখা, ভাগ।[]

মিলখা সিং ১৯৫৮ সালের এশিয়াডে ২০০ মি. ও ৪০০ মি. দৌড়ে স্বর্ণপদক অর্জনের পর ১৯৬২ সালের এশিয়াডে ৪০০ মি. ও ৪ x ৪০০ মি. রিলে দৌড়েও স্বর্ণপদক অর্জন করেন।[]

সম্মাননা

সম্পাদনা

২০১৩ সালে তার জীবনকাহিনী নিয়ে একটি ভারতীয় চলচ্চিত্র নির্মিত হয় এবং তিনি পদ্মশ্রী সম্মননা লাভ করেন।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "থেমে গেল মিলখা সিংয়ের জীবনের দৌড়"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৮ জুন ২০২১। ১৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 
  2. "মিলখা সিং: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের 'উড়ন্ত শিখ'"বিবিসি বাংলা। ১৮ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা