মির্জা গালিব (টেলিভিশন ধারাবাহিক)
হিন্দি ভাষার টেলিভিশন ধারাবাহিক
মির্জা গালিব হল একটি ভারতীয় ঐতিহাসিক নাট্য টেলিভিশন ধারাবাহিক নাটক যা কবি গুলজার দ্বারা রচিত ও নির্মিত।[১] ধারাবাহিকটি ১৯৮৮ সালে দূরদর্শন ন্যাশনালে প্রচারিত হয়েছিল। নাসিরুদ্দিন শাহ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় মুঘল সাম্রাজ্যের বিখ্যাত ধ্রুপদী উর্দু ও ফার্সি কবি মির্জা গালিবের ভূমিকায় অভিনয় করেন।[২] নাটকটিতে জগজিৎ সিং ও চিত্রা সিং দ্বারা গাওয়া ও সুর করা গজলগুলো রাখা হয়েছে।[৩]
মির্জা গালিব | |
---|---|
ধরন | ঐতিহাসিক নাটক |
লেখক | গুলজার |
পরিচালক | গুলজাত |
শ্রেষ্ঠাংশে | নাসিরুদ্দিন শাহ্ তানবী আজমী নীনা গুপ্তা |
সুরকার | জগজিৎ সিং ও চিত্রা সিং |
দেশ | ভারত |
মূল ভাষা | উর্দু |
মৌসুমের সংখ্যা | ১ |
নির্মাণ | |
প্রযোজক | গুলজার |
মুক্তি | |
নেটওয়ার্ক | ডিডি ন্যাশনাল |
মুক্তি | ১৯৮৮ |
অভিনয়ে
সম্পাদনা- মির্জা গালিবের চরিত্রে নাসিরুদ্দিন শাহ্
- উমরাও বেগমের চরিত্রে তানবী আজমী[৩]
- নবাব জান চরিত্রে নীনা গুপ্তা[৩]
- শেখ মোহাম্মদ ইব্রাহিম জাউকের চরিত্রে শফি ইনামদার
- বাহাদুর শাহ জাফরের চরিত্রে সুধীর দলভি
- নবাব শামস-উদ-দীনের চরিত্রে পরীক্ষিত সাহনি
- ফকিরের চরিত্রে জাভেদ খান আমরোহি
- নবাব জানের সেবক হিসেবে ম্যাক মোহন
সঙ্গীত
সম্পাদনাএই নাটকে সঙ্গীত এবং বর্ণনা অন্তর্ভুক্ত রয়েছে। এর গানগুলো গেয়েছেন জগজিৎ সিং ও চিত্রা সিং এবং বর্ণনা করেছেন গুলজার।[৩]
টেলিভিশন ধারাবাহিকটিতে অন্তর্ভুক্ত গজলের তালিকা
- দিল হি তো হ্যায়
- কোই দিন গার জিন্দাগানি অর হ্যায়
- হাজারোঁ খাওয়াহিছীন আসি
- হর এক কথা পে কহে তুম
- বাজিচা-ই-আটফাল হ্যায় দুনিয়া মেরে আগ
- আহ কো চাহিয়ে এক উমর
- হ্যায় অর ভি দুনিয়া মে
- ইশক মুজ কো না
- ইয়ে না থি হামারি কিসমত
- কিসি কো দে কে দিল কোই
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Magazine / Interview : `I did all kinds of films'"। The Hindu। ২০০৬-০৭-২৩। ২০০৮-০৫-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-০৪।
- ↑ "The new Bollywood Muslim - Culture"। Livemint.com। ২০০৯-০৬-২৫। সংগ্রহের তারিখ ২০১১-০৯-০৪।
- ↑ ক খ গ ঘ "How Naseeruddin Shah, Gulzar and Jagjit Singh brought Mirza Ghalib to life in the 80s"। ২৭ ডিসেম্বর ২০১৭।