মিনি এস্তাদি (কাতালান উচ্চারণ: [ˈmini əsˈtaði], ইংরেজি অনুবাদ "Mini Stadium"), আনুষ্ঠানিক নাম "Miniestadi"[১], হচ্ছে স্পেনের কাতালোনিয়া অঙ্গরাজ্যের রাজধানী বার্সেলোনায় অবস্থিত একটি ফুটবল স্টেডিয়াম। স্টেডিয়ামে মোট ১৫,২৭৬টি আসন রয়েছে। এটি বর্তমানে এফসি বার্সেলোনা বি, এফসিবি, বার্সেলোনা নারী দল, ও জুভেনিল এ-এর হোম মাঠ।

মিনি এস্তাদি
Mini Estadi
মানচিত্র
অবস্থানআভিনগুদা অ্যারিস্তিদেস মাইলল, এস/এন
০৮০২৮, বার্সেলোনা,  Spain
স্থানাঙ্ক৪১°২২′৪৭″ উত্তর ২°০৭′০৫″ পূর্ব / ৪১.৩৭৯৭২° উত্তর ২.১১৮০৬° পূর্ব / 41.37972; 2.11806
মালিকএফসি বার্সেলোনা
পরিচালকএফসি বার্সেলোনা বি
ধারণক্ষমতা১৫,২৭৬
আয়তন১০৩ মি × ৬৫ মি (৩৩৮ ফু × ২১৩ ফু)
উপরিভাগঘাস
নির্মাণ
উদ্বোধন২৩ সেপ্টেম্বর ১৯৮২
স্থপতিজোসেফ ক্যাসলস
প্রকল্প ব্যবস্থাপকরেমন দোমেনেক
ভাড়াটে
এফসি বার্সেলোনা বি (১৯৮২–বর্তমান)
এফসি বার্সেলোনা সি (১৯৮২–২০০৭)
বার্সেলোনা ড্রাগনস (এনএফএল ইউরোপ) (২০০২–২০০৩)

খেলাধুলায় ব্যবহার সম্পাদনা

স্টেডিয়ামটি ২০০৭ সালের জুলাইয়ে ভেঙ্গে ফেলার আগপর্যন্ত এফসি বার্সেলোনা সি-এর হোম মাঠ হিসাবে ব্যবহার হয়েছে। এটি ২০০৩ সাল পর্যন্ত এনএফএল ইউরোপ আমেরিকান ফুটবল দল বার্সেলোনা ড্রাগন-এর হোম মাঠ হিসাবেও ব্যবহার হয়েছে।

অ্যান্ডোরা জাতীয় ফুটবল দল এটি অনিয়মিত হোম মাঠ হিসাবে ব্যবহার করতো।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা