মিনহলা নগরসভা বার্মার (মায়ানমার) বাগো অঞ্চলের থায়াওয়াদি জেলার একটি নগর। [] এই নগরসভার মূল নগরটি মিনহলা। ১৯০৮ সালের তথ্যানুযায়ী এর আয়তন ৭০৮ বর্গমাইল (১,৮৩০ কিমি) এবং ১৯০১ সালে শহরের জনসংখ্যা ছিল ৪২,২২০ জন যার মধ্যে প্রধান শহর মিনহলাতে ছিলো ২৫৫৩ জন। [] মিনহলা তৃতীয় অ্যাংলো-বার্মিজ যুদ্ধের সময় অধিকৃত হয়েছিলো। নগরসভাটি মূলত পাহাড়ি এলাকা এবং আরাকান যোমারা এখানে বসবাস করে।

মিনহলা নগরসভা
নগরসভা
দেশ মিয়ানমার
বিভাগবাগো অঞ্চল
জেলাথায়াওয়াদি জেলা
রাজধানীমিনহলা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Myanmar States/Divisions & Townships Overview Map" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১০-১২-০৩ তারিখে Myanmar Information Management Unit (MIMU)
  2. Sir William Stevenson Meyer (১৯০৮)। Imperial gazetteer of India ..। Clarendon Press, Great Britain. India Office। পৃষ্ঠা 359।