মা-গ্চিগ-ওং-জো

তিব্বতী বৌদ্ধ সাধিকা

মা-গ্চিগ-ওং-জো (ওয়াইলি: ma gcig ong jo) রাস-ছুং-স্ন্যান-ব্র্গ্যুদ নামক তিব্বতী বৌদ্ধ গুপ্তশিক্ষার অন্যতম প্রচারক ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

মা-গ্চিগ-ওং-জো দ্বাদশ শতাব্দীতে তিব্বতের উ-য়ুগ (ওয়াইলি: u yug) নামক স্থানে র্গ্যা-মো পরিবারগোষ্ঠীতে এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খ্যুং-ত্শাং-পা-য়ে-শেস-ব্লা-মা (ওয়াইলি: khyung tshang pa ye shes bla ma) নামক রাস-ছুং-পা-র্দো-র্জে-গ্রাগ্স-পা (ওয়াইলি: ras chung pa rdo rje grags pa) নামক বিখ্যাত পন্ডিতের শিষ্যের নিকট রাস-ছুং-স্ন্যান-ব্র্গ্যুদ (ওয়াইলি: ras chung snyan brgyud) নামক তিব্বতী বৌদ্ধ গুপ্তশিক্ষা অধ্যয়ন করেন।[১] এই শিক্ষা তিনি ঝাং-লো-ত্সা-বা-গ্রুব-পা-দ্পাল (ওয়াইলি: zhang lo tsA ba grub pa dpal) নামক বৌদ্ধভিক্ষুকে দান করেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Martin, Dan (2008-08)। "Khyungtsangpa Yeshe Lama"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-17  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. Gardner, Alexander (2014-01)। "Machik Ongjo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-17  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন সম্পাদনা

  • Allione, Tsultrim. 2000. “The Biography of Machig Ongjo.” In Women of Wisdom, pp. 295–298. Ithaca: Snow Lion.
  • Martin, Dan. 2005. “The Woman Illusion? Research into the lives of Spiritually Accomplished Women Leaders of the 11th and 12th Centuries.” In Women in Tibet, eds. Janet Gyatso and Hanna Havnevik. New York, NY: Columbia, pp. 49–82.
  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 443, 446.