মেজর জেনারেল মাহের হাফেজ আল আসাদ (আরবি: مَاهِرُ ٱلْأَسَدِ, ৮ ডিসেম্বর ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন সিরিয়ান সামরিক কর্মকর্তা, সিরিয়ান সেনাবাহিনীর এলিট ৪র্থ আর্মড ডিভিশন এর কমান্ডার ছিলেন। সিরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সাথে মিলে দেশের নিরাপত্তা বাহিনীর মূল অংশ গঠন করেছিল, যা ২০২৪ সালে আসাদ সরকারের পতন পর্যন্ত কার্যকর ছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "COUNCIL IMPLEMENTING DECISION 2011/302/CFSP of 23 May 2011 implementing Decision 2011/273/CFSP concerning restrictive measures against Syria"Official Journal of the European Union। L136/91। ২৪ মে ২০১১। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১১