মাহিষ্য রেজিমেন্ট

তমলুক ও মহিষাদল এই দু'টি রাজ্য একত্রিত হয়ে এক শক্তিশালী সৈন্যদল গঠন করেন। এই সৈন্যদলে শুধু যে মাহিষ্যগণ ছিলেন তা নয়, অন্যান্য জাতির বহু যুবকও যোগ দিয়ে ছিলেন। তবে মাহিয্যের সংখ্যাই ছিল সমধিক। এই সৈন্য দলকে পাশ্চাত্য যুদ্ধবিদ্যায় বিশেষরূপে সুশিক্ষিত করা হয়েছিল।

অতি অল্পদিনের মধ্যে মেদিনীপুরের প্রাচীন যুদ্ধ বিশারদ এই জাতি আধুনিক যুদ্ধবিদ্যায় বিশেষ পারদর্শীতা দেখিয়ে ছিল।

দাক্ষিণাত্যে টিপু সুলতান ও হায়দর আলির সাথে ইংরেজের যে যুদ্ধ সংঘটিত হয়, সেই যুদ্ধে এই মাহিষ্যদল বিশেষ বীরত্বের পরিচয় দেয়। তৎকালীন গবর্ণর জেনারেল সার জন শোর তমলুক রাজকে এইজন্য তাঁর অন্তরের ধন্যবাদ দিয়ে বিশেষ সম্মানিত করেন। রাণী জানকী দেবীও তাঁর ক্ষুদ্র রাজত্ব থেকে কোম্পানী বাহাদুরকে মাদ্রাজ প্রদেশে "ভেলোর মিউটিনী” দমনার্থ বহুসংখ্যক পদাতিক সৈন্য প্রেরণ করেছিলেন। কর্ণেল পাওয়েল সাহেবের সিপাহী সৈন্যের সাথে মিলে সেনানী কূটের নায়কত্বে মাদ্রাজে এই সৈন্যদল অদম্য সাহস ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন। ভারত সরকারের দপ্তরে এই কাহিনীর প্রমাণ পাওয়া যায়।[১][২][৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ghosh, Niranjan (১৯৮৮)। Role of Women in the Freedom Movement in Bengal, 1919-1947: Midnapore, Bankura, and Purulia District (ইংরেজি ভাষায়)। Tamralipta Prakashani। পৃষ্ঠা ২৪। আইএসবিএন 978-0-8364-2428-7 
  2. Goswami, Gopinandan (১৯৭৩)। Bāṃlāra Haladighāṭa Tamaluka: Tamaluka mahakumāra svādhīnatā saṃgrāmera tathyabahula saṃkshipta itihāsa। Biśvabāṇī Pāthāgāra। 
  3. Jana, Judhishthir (১৯৬৪)। Brihattara Tamrolipter Itihas। পৃষ্ঠা 173–174।