মাহমুদ মসজিদ, জুরিখ

সুইজারল্যান্ডের মসজিদ

মাহমুদ মসজিদ (জার্মান: Mahmud-Moschee) জার্মানির জুরিখের ফোর্শস্ট্রাসে অবস্থিত একটি মসজিদ। এটি আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের মালিকানাধীন এবং তাদের দ্বারাই পরিচালিত। এই মসজিদে একটি মিনার রয়েছে, এর নবনির্মাণ সুইজারল্যান্ড জনগনের ভোটের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে।[১]

মাহমুদ মসজিদ
Mahmud-Moschee
মাহমুদ মসজিদ, জুরিখ
ধর্ম
অন্তর্ভুক্তিআহমাদিয়া মুসলিম জামাত
অবস্থান
অবস্থানজুরিখ
  সুইজারল্যান্ড
স্থানাঙ্ক৪৭°২১′১৮.৫″ উত্তর ৮°৩৪′২৯.৮″ পূর্ব / ৪৭.৩৫৫১৩৯° উত্তর ৮.৫৭৪৯৪৪° পূর্ব / 47.355139; 8.574944
স্থাপত্য
ধরনমসজিদ
সম্পূর্ণ হয়১৯৬৩
বিনির্দেশ
মিনার
মিনারের উচ্চতা১৮ মিটার
ওয়েবসাইট
www.ahmadiyya.ch/

১৯৬২ সালের ২৫শে আগস্ট তারিখে আহমদিয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদের কন্যা আমাতুল হাফিজ বেগম এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। ১৯৬৩ সালের জুন মাসে স্যার মুহাম্মদ জাফরুল্লাহ খান এবং জুরিখের সিটি-প্রেসিডেন্ট, এমিল ল্যান্ডল্টের উপস্থিতিতে এই মসজিদটি উদ্বোধন করা হয়।

১৯৬২ সালের জুন থেকে ১৯৭৫ সালের জানুয়ারি পর্যন্ত এই মিশনের নেতৃত্বে ছিলেন মোশতাক আহমদ বাজওয়া।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.mohavedailynews.com/articles/2009/11/30/news/nation/nation4.txt

বহিঃসংযোগ সম্পাদনা

  উইকিমিডিয়া কমন্সে মাহমুদ মসজিদ, জুরিখ সম্পর্কিত মিডিয়া দেখুন।