মাহবুবুল এ খালিদ

সুরকার ও গীতকার

মাহবুবুল এ খালিদ (জন্ম ১৯৬৭) একজন বাংলাদেশী কবি, গীতিকার ও সুরকার। [১][২]

মাহবুবুল এ খালিদ
মাহবুবুল এ খালিদ
মাহবুবুল এ খালিদ
জন্ম১৯৬৭
টাঙ্গাইল, ঢাকা,বাংলাদেশ
পেশাকবি, গীতিকার ও সুরকার
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
সময়কাল২০০৯-বর্তমান
ধরনবাউল সংগীত, ব্র্যান্ড সংগীত, লোকগীতি,দেশাত্ববোধক,সমসাময়িক বিষয়।
ওয়েবসাইট
http://www.khalidsangeet.com

জন্ম ও পড়াশুনা সম্পাদনা

তার জন্ম ১৯৬৭ সালে টাঙ্গাইল জেলায়। তিনি ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৮৭ সালে দেশের একটি স্বনামধন‌্য সরকারি বিশ্ববিদ‌্যালয় থেকে স্নাতক এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

গানসমুহ সম্পাদনা

২০০৯ সালে তার লেখালেখির সূচনা ঘটে। চারপাশের ঘটে যাওয়া নানান ঘটনা ও বিষয় তাকে নাড়া দেয় দারুণভাবে। সেসব বিষয়ই তিনি ফুটিয়ে তোলেন তার লেখনির মাধ‌্যমে। গভীর জীবনবোধের ছবি পাওয়া যায় তার লেখা কবিতা ও গানে। তার লেখা গানে সুরারোপ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল [৩][৪] , ইবরার টিপু, ইমন সাহা [৫] , কিশোর দাশ, আতিকুর রহমান রোমানসহ অনেক স্বনামধন‌্য সুরকার। তার গানে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী [৬] , সামিনা চৌধুরী [৭] , দিনাত জাহান মুন্নি [৮] , ইমরান মাহমুদুল [৯] , দিলশাদ নাহার কনা [১০] , সালমা আক্তার রাজীব হোসেন [১১]কোনাল সহ জনপ্রিয় সব শিল্পী।মাহবুবুল এ খালিদের লেখা তিন শতাধিক গানের রেকর্ড হয়েছে [১২] । তার গানের বিষয়বস্তুর মধ্যে রয়েছে জন সচেতনতা [১৩] , মৈত্রী, বাউল সংগীত, ব্র্যান্ড সংগীত, শিশুতোষ গান, বিদায় সংগীত, উৎসব [১৪][১৫] , লোকগীতি, গণসংগীত, হামদ-নাত, উদ্দীপনা সংগীত, হাসির গান, কাল্পনিক, প্রকৃতি, স্মৃতিকথা, দেশাত্ববোধক, উপলব্ধি, দার্শনিক, প্রার্থনা সংগীত [১৬] , বাস্তবতা, ধর্মীয় [১৭][১৮] , শ্রদ্ধা সংগীত, রোমান্টিক, আধ্যাত্মিক ভালোবাসা, ক্রীড়া [১৯][২০] , অভিমান, রূপক, বিরহ ইত্যাদি । অংসখ্য বিষয়-বৈচিত্রে ভরপুর তার গানের খাতা। তার গানের কথায় একাধারে থাকে কোনো বার্তা।

সুর ও সংগীত সম্পাদনা

কবিতা ও গান লেখার পাশাপাশি নিজের লেখা গানে সুরারোপও করেন মাহবুবুল এ খালিদ। এখন পর্যন্ত অর্ধশতাধিক গানে সুর করেছেন।

তথ‌্যসূত্র সম্পাদনা

  1. "বিশ্বকাপ ফুটবল নিয়ে মাহবুবুল এ খালিদের গান"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বাউল সম্রাট লালন স্মরণে মাহবুবুল খালিদের গান"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "মাহবুবুল এ খালিদের কথায় ঈদে মিলাদুন্নবী'র গান"। ২৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  4. "মাহবুবুল এ খালিদের গানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা"। ২৫ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  5. "রোজা নিয়ে মাহবুবুল এ খালিদের গানের ভিডিও"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  6. "জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে নিয়ে-মাহবুবুল খালিদের গান"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "ফেলানীকে নিয়ে আহমেদ ইমতিয়াজ বুলবুলের গান"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  8. "পূজায় মাহবুবুল খালিদের গান 'মা দুর্গা'"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "বিশ্বকাপের গান 'বিশ্বকাপে বিশ্ব মাতে'"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  10. "মাহবুবুল এ খালিদের বর্ষবরণের গান"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  11. "মাহবুবুল এ খালিদের কথায় বিশ্ব সংগীত দিবসের গান"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  12. "তিন শতাধিক গান নিয়ে খালিদ সংগীত"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  13. "ডেঙ্গু সচেতনতায় মাহবুবুল খালিদের গান"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  14. "ইউটিউবে মাহবুবুল এ খালিদের বৈশাখের গান"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  15. "মাহবুবুল এ খালিদের লেখা গানে ঈদের খুশি"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  16. "মাহবুবুল এ খালিদের গান 'যাচ্ছি খোদা তোমার ঘরে'"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  17. "ঈদে খালিদের গান ঈদ এলো রে"। ১৫ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  18. "কোরবানির ঈদে মাহবুবুল খালিদের দুই গান"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  19. "বিশ্বকাপ নিয়ে মাহবুবুল খালিদের গান 'ক্রিকেট মোদের গর্ব'"। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  20. "বিশ্বকাপ ফুটবল নিয়ে খালিদের গান আলোচনায়"। ২১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯