মাহফুজুর রহমান (নির্বাচন কমিশনার)

হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি ও বাংলাদেশের নির্বাচন কমিশনের সাবেক কমিশনার

মাহফুজুর রহমান হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং বাংলাদেশের নির্বাচন কমিশনের একজন কমিশনার ছিলেন।

মাহফুজুর রহমান
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি
বাংলাদেশের নির্বাচন কমিশনের কমিশনার
কাজের মেয়াদ
১৫ জানুয়ারি ২০০৬ – ১ ফেব্রুয়ারি ২০০৭
নিয়োগদাতাইয়াজউদ্দিন আহম্মেদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৫-০২-০১)১ ফেব্রুয়ারি ১৯৩৫
মৃত্যু৫ মে ২০১৬(2016-05-05) (বয়স ৮১)
শিক্ষাঢাকা বিশ্ববিদ্যালয়

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

মাহফুজুর রহমান কুমিল্লায় খান বাহাদুর সিদ্দিকুর রহমানের ঘরে ১৯৩৫ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।[১] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ১৯৫৯ এবং ১৯৬২ সালে শিল্প ও আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

মাহফুজুর রহমান ১৯৬৩ সালে ঢাকা হাইকোর্টের আইনজীবী হন।[১]

১৯৮০ সালে, মাহফুজুর রহমান আপিল বিভাগের আইনজীবী হন।[১] পরবর্তীতে মাহফুজুর রহমানকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।[১]

মাহফুজুর রহমান ২০০১ সালে গঠিত প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের বিচারক ছিলেন।[১]

মাহফুজুর রহমানকে ২০০৬ সালের ১৫ জানুয়ারিতে, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করেন।[২] একই বছরের নভেম্বরে তিনি বাংলাদেশের অস্থায়ী প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন।[৩][৪]

২০০৭ সালের ১ ফেব্রুয়ারি, মাহফুজুর রহমান অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে পদত্যাগ করেন।[৫]

মৃত্যু সম্পাদনা

২০১৬ সালের ৫ মে মাহফুজুর রহমান ঢাকার মোহাম্মদপুরে মৃত্যুবরণ করেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Life sketch of Justice Mahfuzur Rahman"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  2. bdnews24.com। "Justice Mahfuzur Rahman, SM Zakaria new Election Commissioners, 1st Ld"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  3. "Justice Mahfuzur Rahman Assumes Responsibility of New Acting CEC"ভিওএ। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  4. "The Tribune, Chandigarh, India - Main News"www.tribuneindia.com। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  5. "The Daily Star Web Edition Vol. 5 Num 950"archive.thedailystar.net। ২০২২-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০ 
  6. sun, daily। "Justice Mahfuzur Rahman passes away | Daily Sun"daily sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০