মালা সালারিয়া

ভারতীয় অভিনেত্রী

মালা সালারিয়া (জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯৯৫) একজন ফিটনেস উৎসাহী, একজন মডেল এবং একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। মালা রিতু কুমার, তরুণ তাহিলিয়ানী এবং সত্য পলের মতো ডিজাইনারদের নিয়ে বড় প্রচারাভিযান করেছেন। তিনি সানফেস্ট, ভিভেল (কারিনা কাপুর খানের সাথে), পিজ্জা হাট ইত্যাদির মতো ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন।[১][২][৩][৪]

মালা সালারিয়া
জন্ম (1995-02-13) ১৩ ফেব্রুয়ারি ১৯৯৫ (বয়স ২৯)
ভারত
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০১৫-বর্তমান
উচ্চতা৫'৮"

মালা ২০১৯ সালে বাব্বার ও সোনাল চৌহানের বিপরীতে হিন্দি ছবি স্কাইফায়ার দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন। যেটির প্রযোজনা করেন শাবিনা খান। মালা ২০২০ সালে ছোটি সর্দার্নি নামক ধারাবাহিকে অভিনয় করেন যেটি কালার্স টিভি তে পরিবেশিত হয়েছিল।

প্রথম জীবন সম্পাদনা

সালারিয়া জাতীয় স্তরের সাঁতার চ্যাম্পিয়ন ছিলেন। তিনি ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেছিলেন এবং স্নাতকের পাশাপাশি অভিনয় করতেন। বিশ্ববিদ্যালয় শীর্ষে থাকা সত্ত্বেও তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া বিউটি প্রতিযোগিতায়  অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং সেখানে তিনি শীর্ষ পাঁচ জনের মধ্যে নিজের জায়গা করে নিয়েছিলেন। গৌতম রডের বিপরীতে তিনি মহাকুম্ভে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি সুপারকপস ভিএস সুপারভিলেন ছবিতে পুলিশ অফিসার আভা-র চরিত্রে অভিনয় করেন, যা লাইফ ওকে চ্যানেলে প্রচারিত একটি অপরাধ ভিত্তিক নাটক ছিল।

ধারাবাহিক সম্পাদনা

  • দিল সে দি দুয়া সৌভাগ্যবতী ভাওয়া
  • সুপারকপস ভাএস সুপার ভিলেন
  • মাহকুম্ভ
  • টিভি মুভি সাবধান
  • জিন্দেগী কি ক্রসরোডস
  • কায়ামত কি রাত
  • নাগিন ৩
  • ছোটি সর্দার্নি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mala Salariya to play a new cop in Shapath - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 
  2. Team, Tellychakkar। "Mala Salariya 'would love to do roles' where her feminine side comes to the fore"Tellychakkar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 
  3. Team, Author: Editorial (২০১৮-০৮-২৩)। "The industry hasn't changed me a lot: Mala Salariya"IWMBuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 
  4. Rajesh, Author: Srividya (২০১৮-০৬-২০)। "Mala Salariya in Star Plus' Qayamat Ki Raat"IWMBuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা