মালায়ালা মনোরমা মালয়ালম ভাষার অন্যতম প্রধান দৈনিক পত্রিকা। মালায়ালা মনোরমা পাঠকের সংখ্যার দিক থেকে সবচেয়ে জনপ্রিয় মালায়ালাম সংবাদপত্র এবং ভারতের চতুর্থ সর্বাধিক জনপ্রিয় সংবাদপত্র।[২] কোট্টায়ম-ভিত্তিক মালায়ালা মনোরমা কোম্পানি এই পত্রিকাটি প্রকাশক করে। পত্রিকাটি ২২ মার্চ ১৮৮৮ সালে সাপ্তাহিক হিসেবে প্রথম প্রকাশিত হয়, এবং বর্তমানে এর পাঠকসংখ্যা ২ কোটির বেশি (এর মধ্যে প্রচারসংখ্যা রয়েছে ২৪ লক্ষের বেশি কপি)। দীপিকার পরেই মালায়ালা মনোরমা কেরালার সবচেয়ে পুরনো টিকে থাকা সংবাদপত্র।

মালায়ালা মনোরমা দৈনিক
ফরম্যাটব্রডশীট
মালিকমালায়ালা মনোরমা কোম্পানি লিমিটেড
প্রতিষ্ঠাতাকান্দাথিল ভার্গিস মাপিল্লাই
প্রধান সম্পাদকমামেন ম্যাথু
পরিচালনার সম্পাদকফিলিপ ম্যাথু
প্রতিষ্ঠাকাল১৮৮৮
ভাষামালায়লম
প্রকাশনা স্থগিত১৯৩৮
পুনঃপ্রতিষ্ঠাকাল১৯৪৭; ৭৭ বছর আগে (1947)
সদর দপ্তরকোট্টায়াম, কেরালা, ভারত
প্রচলনদৈনিক ২৩,০৮,৬১২[১]
আইএসএসএন০৯৭২-০০২২
ওসিএলসি নম্বর802436310
ওয়েবসাইটwww.manoramaonline.com উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মালায়ালা মনোরমা

বিশ্ব সংবাদপত্র সমিতি অনুসারে, ২০১৬ সালের হিসাবে, এটি ছিল বিশ্বের চতুর্দশ সর্বাধিক প্রচারিত সংবাদপত্র। অডিট ব্যুরো অফ সার্কুলেশনসের ২০১৩-এর পরিসংখ্যান অনুযায়ী, এটি ভারতের তৃতীয় বৃহত্তম প্রচারিত সংবাদপত্র (দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং দৈনিক জাগরণের পরে) এবং কেরালার বৃহত্তম প্রচারিত সংবাদপত্র।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Highest Circulated Daily Newspapers (language wise)" (পিডিএফ)অডিট ব্যুরো অফ সার্কুলেশনস। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০ 
  2. "IRS 2011 Q2 Topline Findings" (পিডিএফ)ഇന്ത്യൻ റീഡർഷിപ്പ് സർവേ (ഇംഗ്ലീഷ് ভাষায়)। ഹംസ റിസർച്ച്। পৃষ্ঠা 5। ২০১১-১০-০৬ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১১Top 10 Publications