মালাভিকা হারিটা

ভারতীয় নির্বাহী

মালাভিকা হারিটা একজন ভারতীয় নির্বাহী যিনি বিজ্ঞাপন ও যোগাযোগ সংস্থা সাটছি এবং সাটছি ফোকাসের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ব্যাঙ্গালোরের অ্যাড ক্লাবেরও সভাপতি। [১]

মালাভিকা হারিটা
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর
উপাধিসিইও of
সাটছি & সাটছি ফোকাস

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

মালাভিকা ১৯৮২ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। [২]

পেশাগত জীবন সম্পাদনা

মালভিকা এইচএমটি ওয়াচেসের বিজ্ঞাপন ও বিক্রয় প্রচার অনুষ্ঠানে তার পেশাগত কর্মজীবন শুরু করেন এবং মুদ্রা কমিউনিকেশনস এ কাজ করার পর ১৯৯৩ সালে সাচিতে যোগ দেন। তিনি ভারতের ব্যবস্থাপনা ও যোগাযোগের উপর বিভিন্ন স্নাতকোত্তর ইনস্টিটিউটগুলিতে বিজ্ঞাপন ও ব্র্যান্ড ব্যাবস্থাপনার শিক্ষাও দেন। [৩]

পুরস্কার এবং সম্মাননা সম্পাদনা

মালভিকা প্রথম মহিলা হিসাবে আইআইএম ব্যাঙ্গালুরু কর্তৃক বিশিষ্ট অ্যালামনি পুরস্কারে ভূষিত হয়েছিলেন । [৪] তিনি বিশ্বায়নের উপর লন্ডন স্কুল অব ইকনোমিক্স এ লর্ড মেঘনাদ দেসাই এর অধীনে, বিশেষ কার্যক্রমের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক নির্বাচিত অন্যতম প্রথম গুরুকুল চেভেনিং মেধাবৃত্তি প্রাপ্ত ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা