মালাবো মসজিদ (স্পেনীয়: Mezquita de Malabo; ফরাসি: Mosquée de Malabo; পর্তুগিজ: Mesquita Malabo) বা মালাবো কেন্দ্রীয় মসজিদ (স্পেনীয়: Mezquita Central de Malabo) বিষুবীয় গিনির মালাবোর একটি বিখ্যাত মসজিদ। এটি বিষুবীয় গিনির বৃহত্তম মসজিদ এবং এতে দুই হাজার লোক একত্রে বসতে পারে।[১][২]

মালাবো মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যসুন্নি
অবস্থান
অবস্থানমালাবো, বায়োকো নর্তে, বিষুবীয় গিনি
মালাবো মসজিদ বিষুবীয় গিনি-এ অবস্থিত
মালাবো মসজিদ
বিষুবীয় গিনিতে অবস্থান
স্থানাঙ্ক০৩°৪৩′১২″ উত্তর ০৮°৪২′৫৭″ পূর্ব / ৩.৭২০০০° উত্তর ৮.৭১৫৮৩° পূর্ব / 3.72000; 8.71583
স্থাপত্য
ধরনমসজিদ
অর্থায়নেকনস্টানসিয়া ম্যাঙ্গু
প্রতিষ্ঠার তারিখ২১ জুলাই ২০১৫
নির্মাণ ব্যয়২ বিলিয়ন মধ্য আফ্রিকান CFA ফ্রাঙ্ক
ধারণক্ষমতা২,০০০

ইতিহাস সম্পাদনা

ক্যামেরুন এবং নাইজেরিয়ার হাউসা মুসলিমরা বিংশ শতাব্দীর প্রথম দিকে মালাবোতে একটি মসজিদ নির্মাণ করেন।[১] তারা ইউরোপীয় বসতি স্থাপনকারীদের কাছে আফ্রিকান মুখোশ ও মূর্তি বিক্রি করত এবং নাইজেরিয়া থেকে আনা ওষুধের মতো আমদানিকৃত পণ্য সরবরাহ করত।[৩] জরাজীর্ণ অবস্থার কারণে ভেঙ্গে যাওয়ায় তাদের নির্মিত মসজিদটি আর বিদ্যমান নেই।[১] সেটি মালাবোর উত্তর শহরতলিতে একটি অস্থায়ী মসজিদ দ্বারা প্রতিস্থাপিত হয়।[১]

২০১৪ সালে বিষুবীয় গিনির ফার্স্ট লেডি কনস্টানসিয়া ম্যাঙ্গু শহরে একটি নতুন মসজিদ নির্মাণে অর্থায়ন করতে সম্মত হন।[১] মসজিদটির আনুমানিক খরচ ছিল দুই বিলিয়ন মধ্য আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক বা প্রায় তিন মিলিয়ন ইউরো[২]

২০১৫ সালে ২১ জুলাই মালাবো মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্ভোদন হয়। বিষুবীয় গিনির রাষ্ট্রপতি তেওডোরো ওবিয়াং এনগুয়েমা এমবাসোগো, তার স্ত্রী এবং দুই ভাইস প্রেসিডেন্ট ইগনাসিও মিলম তাং এবং তেওডোরো এনগুয়েমা ওবিয়াং মাঙ্গু সহ দেশবরেণ্য মহান ব্যক্তিদের দ্বারা আনুষ্ঠানিকভাবে মসজিদটি খোলা হয়েছিল।[২] শুধু তাই নয়, এ ছাড়া আরও দেশ-বিদেশের বহু রাষ্ট্র নায়কগণও উপস্থিত ছিলেন। মসজিদের উদ্বোধনে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন- মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব, কমোরোসের রাষ্ট্রপতি ইকিলিলো ধোইনাইন এবং সাহরাউই আরব গণতান্ত্রিক প্রজাতন্ত্র-এর রাজনীতিবিদ মোহাম্মদ লামিন ওউলদ আহমেদ, যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং ইবোলা বিষয়ে আফ্রিকান শীর্ষ সম্মেলনের বিশেষ দূত ছিলেন- এইসব ব্যক্তিবর্গ মসজিদটির উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।[২][৪]

মাহলাব এবং আওকাফ মন্ত্রনালয় ইসলামের শিক্ষা প্রচারে মিশরের ভূমিকার অংশ হিসেবে মসজিদে ইমাম ও প্রচারক প্রদান করেছে।[৫] বিষুবীয় গিনির মুসলিম সম্প্রদায়ের ইমাম ও আধ্যাত্মিক নেতা পেড্রো বেনিগনো মাতুতে তাং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।[২] রাষ্ট্রপতি ওবিয়াং তার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় বলেন যে, মসজিদটি "সামাজিক ও ধর্মীয় সহনশীলতার" জন্য "সহাবস্থানের ইসলামিক বাতিঘর" হিসেবে ভুমিকা রাখবে।[৪] তিনি আরো বলেন যে, ইসলামকে "সন্ত্রাস, বৈষম্য বা চরমপন্থার ধর্ম" হিসেবে দেখা যায় না।[৪]

২০২০ সালে যুবকদের পড়াশোনা এবং ভালভাবে অধ্যয়ন করতে উৎসাহিত করার জন্য একটি প্রতিযোগিতার অংশ হিসাবে মসজিদে একটি পুরস্কার অনুষ্ঠানে স্যামসাং-ব্র্যান্ডের দুটি পণ্য দেওয়া হয়েছিল।[৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Malabo: la mosquée "contrators" et ses traces, un emblème de tolérance"Anadolu Agency (ফরাসি ভাষায়)। ১৮ জুন ২০১৪। ২৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২ 
  2. Obama, Javier Nsue Nchama (২৩ জুলাই ২০১৫)। "Inaugurada la nueva Mezquita de Malabo"Guinea Ecuatorial Press (স্পেনীয় ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২২ 
  3. "Interview and the series of encounters with BY, Malabo July 2013, with some notes on the "barefoot historian" and the history of the Hausa population on Fernando Poo / Bioko."Open Source Guinea। ১৪ জুলাই ২০১৪। ২০ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২২ 
  4. "El Enviado del Presidente de la República asiste a la inauguración de una Mezquita en Malabo"Sahara Press Service (স্পেনীয় ভাষায়)। ২৩ জুলাই ২০১৫। ২৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২ 
  5. "Mahlab attends inauguration of Malabo new mosque"Arabs Today। ২২ জুলাই ২০১৫। ২৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২ 
  6. Ndong, Juan (১৭ ডিসেম্বর ২০২০)। "Entrega de premios en la mezquita Central de Malabo"Ekos (স্পেনীয় ভাষায়)। ১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২২