মালাউইতে বহুবিবাহ

যদিও মালাউইয়ের নাগরিক বিবাহ আইনের অধীনে বহুবিবাহিক বিবাহ আইনত স্বীকৃত নয়, প্রথাগত আইন উত্তরাধিকার অধিকার থেকে শিশুর হেফাজত পর্যন্ত বহুবিবাহিক ইউনিয়নের জন্য উদার পরিমাণ সুবিধা প্রদান করে। এটি অনুমান করা হয়েছে যে মালাউইতে প্রতি পাঁচজন মহিলার মধ্যে প্রায় একজন বহুবিবাহী সম্পর্কে বসবাস করে।[১]

বহুবিবাহ নিষিদ্ধ করার প্রচেষ্টা সম্পাদনা

২০০০-এর দশকে বহুবিবাহের প্রথা এবং আইনি স্বীকৃতি বাতিল করার প্রচেষ্টা ছিল; এগুলি প্রধানত এইডস বিরোধী সংগঠন এবং নারীবাদী গোষ্ঠীগুলির নেতৃত্বে ছিল৷ ইসলামী ধর্মীয় নেতারা ২০০৮ সালে বহুবিবাহকে নিষিদ্ধ করার প্রচেষ্টার বিরোধিতা করেছিলেন।[২]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Malawi: Family Code"। ৫ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২৩ 
  2. "Malawians Defend Polygamy - IslamOnline.net - News"www.islamonline.net। ২০০৮-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।