মার্কস মেডিকেল কলেজ

ঢাকার মিরপুরে অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ

মার্কস মেডিকেল কলেজ হলো বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল স্কুল। ২০১১ সালে এটি রাজধানী ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি কলেজ। এটি মার্কস গ্রুপের একটি প্রতিষ্ঠান। কলেজটিতে বিডিএস কোর্সও পড়ানো হয়।[]

মার্কস মেডিকেল কলেজ
MARKS Medical College
মার্কস মেডিকেল কলেজের লোগো
মার্কস মেডিকেল কলেজের লোগো
অন্যান্য নাম
MRMC
ধরনবেসরকারি মেডিকেল স্কুল
স্থাপিত২০১১ (2011)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যানবেগম ফরিদা মাসুদ
অধ্যক্ষব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর এনামুল কবীর।
শিক্ষার্থী৪৫০
অবস্থান
এ/৩, মেইন রোড, মিরপুর-১৪, ঢাকা-১২০৬
শিক্ষাঙ্গনশহর
ওয়েবসাইটmarksmedicalcollege.edu.bd

কলেজটি পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে এমবিবিএসবিডিএস ডিগ্রি প্রদান করে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক। ডিগ্রীটি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।[]

ইতিহাস

সম্পাদনা

এটি প্রথম মার্কস ইএনটি ক্লিনিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে মার্কস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানে মাধ্যমে। চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদুর রহমান খান দেশের বিশিষ্ট ইএনটি-হেড ও নেক সার্জন। তিনি ২০০৭ সালে একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে ২০১১ সালে প্রতিষ্ঠিত মার্কস মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। মার্কস ডেন্টাল কলেজ ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়।[]

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

মার্কস মেডিকেল কলেজ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ৫০ জন মেডিকেল শিক্ষার্থী ভর্তির মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এই প্রতি বছর ৭০ জন শিক্ষার্থীতে ভর্তি হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় কলেজের কার্যক্রমে সন্তুষ্ট এই বছরে আরও অতিরিক্ত ২০ টি আসন বরাদ্দ করেছে। এখন মোট ৭০ জন শিক্ষার্থী ভর্তি হয় যার মধ্যে ৪০% বিদেশী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। মার্কস ডেন্টাল ইউনিটে প্রতি বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৫০ জন যার মধ্যে ৪০% বিদেশী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়। মেডিকেল ও ডেন্টাল ইউনিটে স্নাতক ডিগ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয়।[]

অবকাঠামো

সম্পাদনা

কলেজটিতে ছাত্র-ছাত্রীদের থাকার জন্য হোস্টেল সুবিধা আছে। এছাড়া নিজস্ব পরিবহন ব্যবস্থাও আছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মার্কস মেডিক্যাল কলেজ"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬ 
  2. BM&DC (info@bmdc.org.bd)। "BM&DC"Bangladesh Medical & Dental Council (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 
  3. "Brief of MRMC"Marks Medical College & Hospital and Dental Unit (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা