মায়াক্কাম এন্না
তামিল ভাষার চলচ্চিত্র
মায়াক্কাম এন্না (অনু. এই কীসের ভ্রম?) হল ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় সঙ্গীতধর্মী নাটকীয় তামিল চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন সেলভারাঘবন। অউম প্রোডাকশন সেলভারাঘভানের সহযোগিতায় জেমিনি ফিল্ম সার্কিট তার নিজস্ব ব্যানারের এই চলচ্চিত্রটি প্রযোজনা করে। এতে নবাগত রিচা গঙ্গোপাধ্যায়ের সাথে তার ভাই ধনুষ অভিনয় করেছেন।[১] এতে সংগীত পরিবেশন করেছেন জিভি প্রকাশ কুমার এবং চিত্রগ্রহণ পরিচালনা করেছেন রামজি। মায়াক্কাম এন্নায় একজন উচ্চাকাঙ্ক্ষী বন্যপ্রাণী চিত্রগ্রাহক এবং এতে তার জীবনের সংগ্রামের গল্প চিত্রিত করা হয়েছে। জেমিনি ফিল্ম সার্কিট দ্বারা প্রযোজিত এবং বিতরণ করা এই চলচ্চিত্রটি ২৫ নভেম্বর ২০১১-এ মুক্তি পায়। [২] এই ছবিটিই তেলুগুতে মিস্টার কার্তিক নামে ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছিল।
মায়াক্কাম এন্না | |
---|---|
পরিচালক | সেলভারাঘবন |
প্রযোজক |
|
রচয়িতা | সেলভারাঘবন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জি. ভি. প্রকাশ কুমার |
চিত্রগ্রাহক | রামজি |
সম্পাদক | কোলা ভাস্কর |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | জেমিনি ফিল্ম সার্কিট |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Dhanush-Selva quickie!"। Sify.com। ৮ নভেম্বর ২০০৮। ১১ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১১।
- ↑ "The Release date"। Behindwoods.com। ১৫ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১১।