মানের ক্রম বলতে কোনও সংখ্যা বা মান ১০-এর নিম্নতম যে ঘাতের কাছাকাছি অবস্থিত, সেই ঘাতটিকে বোঝায়। যেমন ১৫ সংখ্যাটি ১০-এর কাছাকাছি অবস্থিত, অর্থাৎ ১০-এর ১ম ঘাতের কাছাকাছি অবস্থিত, তাই এটির মানের ক্রম হল ১। অন্যদিকে ৯০০ সংখ্যাটি ১০০০-এর কাছাকাছি অবস্থিত, অর্থাৎ ১০-এর ৩য় ঘাতের কাছাকাছি অবস্থিত, তাই সংখ্যাটির মানের ক্রম হল ৩।[১] কোনও সংখ্যা -এর মানের ক্রম বের করতে হলে প্রথমে সংখ্যাটিকে নিচের রূপে প্রকাশ করতে হয়:

যেখানে , বা আসন্নীকৃতভাবে । এক্ষেত্রে সংখ্যাটির মানের ক্রম নির্দেশ করে। মানের ক্রম পূর্ণসংখ্যা হয়ে থাকে। নিচের সারণীতে কিছু দৃষ্টান্তমূলক সংখ্যার মানের ক্রম দেওয়া হল:

সংখ্যা আকারে প্রকাশিত মানের ক্রম
০.২ ২ × ১০−১ −১
১ × ১০
০.৫ × ১০
০.৬ × ১০
৩১ ৩.১ × ১০
৩২ ০.৩২ × ১০
৯৯৯ ০.৯৯৯ × ১০
১০০০ ১ × ১০

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Order of Magnitude"Wolfram MathWorld। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৭Physicists and engineers use the phrase "order of magnitude" to refer to the smallest power of ten needed to represent a quantity. 

আরও পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা