মাদ্রাসা কাসেমুল উলুম

মাদ্রাসা কাসেমুল উলুম (আরবি: مدرسة قاسم العلوم, উর্দু: مدرسہ قاسم العلوم‎‎, ইংরেজি: Madrasa Kasemul Uloom/Madrasah Qasimul Uloom) পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পশ্চিম বাইনান গ্রামে অবস্থিত আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে মুফতী আনসার আলী (রহঃ) এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন৷ ২০১৭ সালে এটি ইসলামী বিশ্ববিদ্যালয়, দারুল উলুম নাদওয়াতুল উলামা, লখনৌ (ইউপি)-এর শাখা হিসেবে স্বীকৃতি লাভ করে। [১][২][৩][৪][৫]

মাদ্রাসা কাসেমুল উলুম
অবস্থান
মানচিত্র
,
স্থানাঙ্ক১২°২০′ উত্তর ৯৮°৪৬′ পশ্চিম / ১২.৩৪° উত্তর ৯৮.৭৬° পশ্চিম / 12.34; -98.76
তথ্য
ধরনআবাসিক মাদ্রাসা
প্রতিষ্ঠাকাল১৯৭৬ (1976)
প্রতিষ্ঠাতাজনাব মুফতী আনসার আলী (রহঃ)
বিদ্যালয় জেলাহাওড়া
সভাপতিসেখ বাউজুল হোসেন
সম্পাদকওয়াহীদুদ্দীন মাহবুব মুল্লা
প্রধান শিক্ষকআদিল এহতেশাম
ভাষাবাংলা, উর্দু, আরবি, ইংরেজি
অন্তর্ভুক্তিদারুল উলুম নাদওয়াতুল উলামা
ওয়েবসাইটmadrasakasemululoom.org,
madrasa-kasemul-uloom.business.site

Note:

অবস্থান সম্পাদনা

এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত পশ্চিম বাইনান গ্রামে অবস্থিত। [৬][৭]

ইতিহাস সম্পাদনা

কোর্স সম্পাদনা

১) জেনারেল শিক্ষা বিভাগ (প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি)।
২) হিফজ বিভাগ।
৩) আলিম বিভাগ।
৪) খুসুসী বিভাগ ( উচ্চ মাধ্যমিক পাস ছাত্রদের জন্য পাচ বছরের আলিম কোর্স)।[১]

শিক্ষা বর্ষ সম্পাদনা

১০ শাওয়াল (شوّال) থেকে ১২ শা'বান (شعبان)পর্যন্ত।[১]

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা