মাদ্রাজ প্রমাণ সময়

মাদ্রাজ প্রমাণ সময় ছিল ব্রিটিশ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম সরকারি জ্যোতির্বিদ জন গোল্ডিংহ্যাম কর্তৃক ১৮০২ সালে প্রবর্তিত একটি সময় অঞ্চল। তিনি মাদ্রাজের সময়কে গ্রিনিচ গড় সময়ের ৫ ঘণ্টা ২১ মিনিট ১৪ সেকেন্ড অগ্রবর্তী বলে গণনা করেন।[১] এটিকে ইউটিসি+৫:৩০-এর ৯ মিনিট অগ্রবর্তী[২] এবং কলকাতা প্রমাণ সময়ের ৩৩ মিনিট ২০ সেকেন্ড পশ্চাদবর্তী বলে বর্ণনা করা হয়।[৩] এর ফলে এটিকে ইউটিসি+৫:২১ ধরা হয়। ভারতের স্বাধীনতার আগে এটি ছিল ভারতীয় প্রমাণ সময়ের সবচেয়ে নিকটবর্তী সময় অঞ্চল।[৪]

১৮৮৪ সালে সরকারি ভাবে বোম্বাই প্রমাণ সময়কলকাতা প্রমাণ সময় চালু হলে পরে রেলওয়ে কোম্পানিগুলি মাদ্রাজ প্রমাণ সময়কে দুই সময় অঞ্চলের মধ্যবর্তী একটি সময় অঞ্চল হিসেবে গণনা করত। এই জন্য এই সময় অঞ্চলকে ভারতের রেলওয়ে সময়ও বলা হয়।[৪]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. William Nicholson, সম্পাদক (১৮০৯)। "Eclipses of the Satellites of Jupiter, observed by John Goldingham and under his Superintendence, at Madras, in the East Indies"A Journal of Natural Philosophy, Chemistry, and the Arts। London: Stratford, Crown Court and Temple Bar। 22: 153–156। 
  2. "On Time in India"Proceedings of the Asiatic Society of Bengal। Calcutta: Asiatic Society of Bengal: 49–55। এপ্রিল ১৮৯৯। 
  3. "On the Introduction of a Standard Time for India"Proceedings of the Asiatic Society of Bengal। Calcutta: Asiatic Society of Bengal: 62–66। জুন ১৮৯৯। 
  4. "Odds and Ends"Indian Railways Fan Club। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-০৩  |কর্ম= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)