মাথাপিছু আয় বলতে কোন দেশের মোট আয়কে জনপ্রতি ভাগ করে দিলে যা হয়, তাকে বোঝায়| জনগনের সর্বমোট ব্যক্তিগত আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়| সাধারণতঃ মাথাপিছু আয়কে টাকা প্রতিবছর এককে প্রকাশ করা হয়| মাথাপিছু জিডিপির (পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী) ভিত্তিতে শীর্ষে অবস্থানকারী দশটি এবং সর্বনিম্ন অবস্থানে অবস্থিত দেশের তালিকা :

2019
১. সুইজারল্যান্ড 72,000
৩. নরওয়ে 42,364
৪. যুক্তরাষ্ট্র 41,399
৫. আয়ারল্যান্ড 40,610
৬. আইসল্যান্ড 35,586
৭. ডেনমার্ক 34,737
৮. কানাডা 34,273
৯. অষ্ট্রিয়া 33,615
১০. হংকং 33,411
১৭৯. মালাউ 595

উৎস: Monetary Fund, ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক ডাটাবেজ, এপ্রিল ২০০৬

বহিঃসংযোগ

সম্পাদনা