মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি খুলনা বিভাগের মাগুরা জেলায় ০৩টি জোনাল অফিস এবং ১৪টি অভিযোগ কেন্দ্রের[২] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ২১ অক্টোবর, ১৯৯৫ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ২৭ এপ্রিল, ১৯৯৬ সালে।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি
মাগুরা পবিস
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত২৭ এপ্রিল ১৯৯৬; ২৭ বছর আগে (1996-04-27)
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরপারনান্দুয়ালী, মাগুরা
যে অঞ্চলে
মাগুরা জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
জেনারেল ম্যানেজার
স্বদেশ কুমার ঘোষ[১]
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs.magura.gov.bd

ইতিহাস সম্পাদনা

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে। এ সমিতির অধীনে ০৪টি উপজেলা, ৩৬টি ইউনিয়ন ও ৭৫০টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর মাগুরা জেলার পারনান্দুয়ালীতে অবস্থিত।

জোনাল অফিসসমূহ সম্পাদনা

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • আড়পারা জোনাল অফিস[৩]
  • মহম্মদপুর জোনাল অফিস[৪]
  • শ্রীপুর জোনাল অফিস[৫]

গ্রাহক সংখ্যা সম্পাদনা

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির দুই লক্ষেরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে।

অন্যান্য তথ্য সম্পাদনা

  • মোট আয়তন: ১০২৬ বর্গ কিলোমিটার
  • সিস্টেম লস: ১৪.১৭% (জুন, ২০২২ পর্যন্ত)
  • উপকেন্দ্রের সংখ্যা: ০৮টি
  • মোট নির্মিত লাইন: ৪৭৫৪.২৩১ কিলোমিটার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অফিস প্রধান, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.magura.gov.bd। ২০২২-০৮-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬ 
  2. "একনজরে, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি" (পিডিএফ)pbs.magura.gov.bd। ২০২২-০৮-২৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬ 
  3. "শালিখা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.shalikha.magura.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬ 
  4. "মহম্মদপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.mohammadpur.magura.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬ 
  5. "শ্রীপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.sreepur.magura.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৬