মাগাওয়া হচ্ছে একটি আফ্রিকান দৈত্যাকার বটুয়া ইঁদুর যেটি কম্বোডিয়ায় বেসামরিক যুদ্ধ চলাকালীনে পুঁতে রাখা মাইন বেশি সংখ্যক চিহ্নিত করে ভূমি মাইন মুক্ত করতে সহায়তা করেছিল।[১]

মাগাওয়া
জন্ম২০১৪
মৃত্যু১১ জানুয়ারি ২০২২
পেশামাইন চিহ্নিতকারী
টীকা
অবসরপ্রাপ্ত, (জুন ২০২১)

জন্ম ও প্রাণির বিবরণ সম্পাদনা

এটি আফ্রিকার তানজানিয়ায় ২০১৪ সালে জন্ম গ্রহণ করে। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে Cricetomys gambianus। এটির ওজন ১ দশমিক ২ কিলোগ্রাম। লম্বা ৭০ সেন্টিমিটার। এই প্রজাতির ইঁদুর অন্যদের চেয়ে তুলনামূলক বড় হলেও মাগওয়া এখনো অনেক ছোট ও হালকা–পাতলা গড়নের। ফলে যখন মাইনের ওপর দিয়ে হেঁটে যায়, তখন সেটি বিস্ফোরিত হওয়ার মতো ভর সৃষ্টি করতে পারে না।[১]

কর্মজীবন ও অবদান সম্পাদনা

২০১৬ সালে এটিকে বেলজিয়াম ভিত্তিক অলাভজনক সংস্থা 'APOPO:Anti-Persoonsmijnen Ontmijnende Product Ontwikkeling’ বা মাইনমুক্তকারী উপাদান সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রশিক্ষণ দিয়ে কম্বোডিয়ার উত্তর-পশ্চিমের শহর সিম রিপে মাইন চিহ্নিতকরণের কাজে নিয়োগ করা হয়।[২]

 
মাগাওয়া একটি মাঠে মাইন খুঁজছে

এটি পাঁচ বছর সফলতা ও কৃতিত্বের সাথে ৭১টি স্থলমাইন ও ৩৮ টি অবিস্ফোরিত গোলা শনাক্ত করেছে।এটি ১,৪১০০০ বর্গ মিটার এলাকা মাইনমুক্ত করে নিরাপদ করেছে। [১]

স্বীকৃতি সম্পাদনা

যুক্তরাজ্যভিত্তিক প্রাণিবিষয়ক দাতব্য সংস্থা পিপলস ডিসপেনসারি ফর সিক অ্যানিমেলস (পিডিএসএ) তাকে জমকালো আয়োজনের মাধ্যমে তাঁর বীরত্বপূর্ণ কাজের জন্য পিডিএসএ স্বর্ণপদক প্রদান করে। কম্বোডিয়ায় মাগাওয়াকে সাহসী মাগাওয়া ও বিভিন্ন দেশে সাহসী ইঁদুর উপাধিতে ডাকা হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Press, Associated (5 জুন, 2021)। "Magawa the mine-sniffing rat ends career in Cambodia on a high"the Guardian  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "'Hero rat' Magawa retires from Cambodian bomb sniffing career"www.aljazeera.com 
  3. CNN's Jessie Yeung, https://www.cnn.com/2021/06/05/asia/magawa-hero-rat-retires-scli-intl/index.html