মাকরুহ (আরবি: مكروه‎‎, শাব্দিক অর্থ নিরুৎসাহিত, নিষিদ্ধ [১]) এমন আমল যা পালন করার তুলনায় না করা উত্তম। অর্থাৎ যে কাজ করা জায়েজ কিন্তু না করা উত্তম।[২] মাকরুহ কাজ করলে শাস্তি পেতে হবে না, কিন্তু এ ধরনের কাজ এড়িয়ে যেতে বলেছে ইসলাম। যেমন : আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত ঐ দিনের আসরের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ আদায় করা।

চিংড়ি মাছ খাওয়া মাকরুহ

তথ্যসূত্রসম্পাদনা

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; aldin নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. Campo, Juan Eduardo (২০০৯)। Encyclopedia of Islam। infobase। পৃষ্ঠা 284। আইএসবিএন 9781438126968। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০১৪