মাইকেল জর্জ লুবি

মাইকেল জর্জ লুবি একজন গণিতবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী। লুবি এমআইটি থেকে গণিতে ১৯৭৫ সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে কম্পিউটার বিজ্ঞানে ১৯৮৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৭ সালে আইইইই এরিক ই সামনার অ্যাওয়ার্ড এবং ২০১২ সালে আইইইই রিচার্ড ডব্লিউ হ্যামিং মেডেল লাভ করেন

Luby Michael image.jpg

তথ্যসূত্রসম্পাদনা