মহেন্দ্র কুমার রায়

ভারত সংসদ সদস্য
(মহেন্দ্রকুমার রায় থেকে পুনর্নির্দেশিত)

মহেন্দ্র কুমার রায় (জন্ম: ৩১ ডিসেম্বর ১৯৫৫) তিনি ভারতে ১৫তম লোকসভার সদস্য ছিলেন। তিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে সিপিআই(এম) টিকিটে নির্বাচিত হয়েছিলেন।[১]

মহেন্দ্র কুমার রায়
জলপাইগুড়ি এর জন্য ভারতীয় সংসদ
সদস্য
কাজের মেয়াদ
২০০৯-২০১৪
পূর্বসূরীমিনতি সেন
উত্তরসূরীবিজয় চন্দ্র বর্মন
সদস্য
কাজের মেয়াদ
২০০৬-২০০৯
পূর্বসূরীজোতিন্দ্র নাথ রায়
উত্তরসূরীখগেশ্বর রায়
সংসদীয় এলাকারাজগঞ্জ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1955-12-31) ৩১ ডিসেম্বর ১৯৫৫ (বয়স ৬৮)
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি
দাম্পত্য সঙ্গীডিবা রায়
জীবিকাস্কুল শিক্ষক

প্রয়াত হরেন্দ্র কুমার রায় এবং প্রয়াত ননীবালা রায়ের পুত্র ছিলেন। তিনি জলপাইগুড়ি জেলার গোরিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিএ এবং বিএড করেছেন। এসি কলেজ এবং এসি ট্রেনিং কলেজ জলপাইগুড়ি থেকে।[২]

তিনি গ্রাম পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। তিনি ১৯৭৮-১৯৮৮ সালে সময় গ্রাম পঞ্চায়েতে ছিলেন ১৯৯৩-১৯৯৮ সালে পঞ্চায়েত সমিতির সদস্য এবং ১৯৯৮-২০০৩ জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য ছিলেন।[২] তিনি ২০০৬ সালে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mahendra Kumar Roy -Political Profile"। ২৩ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Detailed Profile: Shri Mahendra Kumar Roy"। Government of India। সংগ্রহের তারিখ ২০১০-০৯-২৫ 
  3. "21 - Rajganj (SC) Assembly Constituency"Partywise Comparison Since 1977। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২৯ 

টেমপ্লেট:15th LS members from West Bengal