মোগল সাম্রাজ্যের সময় মহী মরাতিব ছিল সম্রাট প্রদত্ত সর্বোচ্চ সম্মান। এটি মোগল সম্রাট শাহজাহানের শাসনামলে প্রবর্তিত হয়েছিল।[১][২]

আওধের লখনউতে এমন প্লেট পাওয়া যায়, যাতে জোড়া মাছের (মাহি-য়ে মারাতিব) প্রতীক খচিত আছে।

এটি সাধারণত একটি ধাতুর তৈরি মাছের মাথার আকৃতির একটি মানদণ্ড ছিল।[৩] মাছটি ছিল দানব বাঘাইড় (বাগারিয়াস ইয়ারেলি)। এই মানদণ্ডটিকে মহী মরাতিব বলা হত।[৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chavan, Akshay (২ নভেম্বর ২০১৮)। "The Rohu Fish & the Mughals"Livehistoryindia.com। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২ 
  2. Ali, Athar (১৯৭০)। The Mughal Nobility Under Aurangzeb। Bombay: Asia Publishing House। পৃষ্ঠা 141। 
  3. "Metalwork, Weapons, and Jewelry - The David Collection"Davidmus.dk। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২ 
  4. "Mahi-maratib (Fish Standard) ca. 1700"Metmuseum.org। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২