মহীধর পা
মহীধর পা চর্যাপদ রচয়িতাদের মধ্যে একজন। চর্যাপদ গ্রন্থে মহীধর পার একটি পদ গৃহীত হয়েছে। মহীধর পা, কাহ্ন পা'র শিষ্য ছিলেন। তাঁর পদটি প্রাচীন মৈথিলী ভাষায় রচিত। তিনি আনুমানিক ৮৭৫ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি বিগ্রহ পাল-নারায়ণ পালের রাজত্বকালে জীবিত ছিলেন। তার জন্মস্থান মগধ। তিনি বর্ণে শূদ্র। কারও মতে তিনি দারিক পার শিষ্য।

আরো পড়ুন
সম্পাদনা- বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।