মহিলা নর্ডিক ফুটবল চ্যাম্পিয়নশিপ

মহিলা নর্ডিক ফুটবল চ্যাম্পিয়নশিপ হল নর্ডিক দেশগুলির মধ্যে অনুষ্ঠিত মহিলাদের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। বর্তমানে এটি বিলুপ্ত।

মহিলা নর্ডিক ফুটবল চ্যাম্পিয়নশিপ
প্রতিষ্ঠিত১৯৭৪
বিলুপ্ত১৯৮২
অঞ্চলনর্ডীয় রাষ্ট্রসমূহ
দলের সংখ্যা৩–৪
সবচেয়ে সফল দল সুইডেন (৫)
 ডেনমার্ক (৪)

ইতিহাস সম্পাদনা

প্রতিযোগিতাটি ১৯৭৪ থেকে ১৯৮২ সালের মধ্যে প্রতি বছর অনুষ্ঠিত হয়েছিল। ফিনল্যান্ড, ডেনমার্ক এবং সুইডেন শুরু থেকেই প্রতিযোগিতা করেছিল, নরওয়ে ১৯৭৮ সালে টুর্নামেন্টে যোগ দেয়। আইসল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জ কোনোদিন প্রতিযোগিতায় অংশ নেয়নি।

ফলাফল সম্পাদনা

বছর আয়োজক বিজয়ী রানার্স-আপ তৃতীয় স্থান চতুর্থ স্থান
১৯৭৪   ফিনল্যান্ড   ডেনমার্ক   সুইডেন   ফিনল্যান্ড
১৯৭৫   ডেনমার্ক   ডেনমার্ক   সুইডেন   ফিনল্যান্ড
১৯৭৬   সুইডেন   ডেনমার্ক   সুইডেন   ফিনল্যান্ড
১৯৭৭   ফিনল্যান্ড   সুইডেন   ডেনমার্ক   ফিনল্যান্ড
১৯৭৮   ডেনমার্ক   সুইডেন   ডেনমার্ক   ফিনল্যান্ড   নরওয়ে
১৯৭৯   নরওয়ে   সুইডেন   ডেনমার্ক   ফিনল্যান্ড   নরওয়ে
১৯৮০   সুইডেন   সুইডেন   ডেনমার্ক   নরওয়ে   ফিনল্যান্ড
১৯৮১   ফিনল্যান্ড   সুইডেন   ফিনল্যান্ড   ডেনমার্ক   নরওয়ে
১৯৮২   ডেনমার্ক   ডেনমার্ক   সুইডেন   নরওয়ে   ফিনল্যান্ড

পরিসংখ্যান সম্পাদনা

পদক তালিকা সম্পাদনা

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
  সুইডেন
  ডেনমার্ক
  ফিনল্যান্ড
  নরওয়ে
মোট (৪টি জাতি)২৭

সর্বকালের পয়েন্ট তালিকা সম্পাদনা

অব. দল অংশগ্রহণ খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট
  ডেনমার্ক ২৩ ১৪ ৪৮ ১৫ +৩৩ ৪৭
  সুইডেন ২৩ ১৪ ৪৬ ১৭ +২৯ ৪৭
  ফিনল্যান্ড ১৩ ১৪ ৫৬ -৪৭ ১৫
  নরওয়ে ১৫ ১০ ২৫ -১৫

সর্বোচ্চ গোলদাতা সম্পাদনা

১০ গোল
৮ গোল
৭ গোল
৬ গোল
৫ গোল
৪ গোল
৩ গোল

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা