মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হল মুল্লানপুর, মোহালি, পাঞ্জাবের একটি ক্রিকেট স্টেডিয়াম। ২০১০ সালের মার্চ মাসে, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর ঘোষণা অনুযায়ী, মোহালির মুল্লানপুর গ্রামে ২৩০ কোটি রুপি (২৯ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে ৪১.৯৫ একর জুড়ে আন্তর্জাতিক মানের এই ক্রিকেট স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয়।[৩] [৪] এটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম[১]
মুল্লানপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
অবস্থানমোল্লানপুর, মোহালি, পাঞ্জাব
প্রতিষ্ঠা২০২১
ধারণক্ষমতা৩৮,০০০[২]
স্বত্ত্বাধিকারীপাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন
পরিচালকপাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন
ভাড়াটেপাঞ্জাব ক্রিকেট দল (২০২১—বর্তমান)
ভারতীয় ক্রিকেট দল (২০২১—বর্তমান)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Punjab Cricket Association Council meet: New Mullanpur International Stadium named after late Patiala royal Maharaja Yadavindra Singh"। ৯ আগস্ট ২০২০। 
  2. Sharma, Nitin (৪ আগস্ট ২০১৮)। "New cricket ground in Mullanpur may host international match next year"The Indian Express। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২৩ 
  3. PCA gets government nod for new stadium
  4. Punjab to get one more world class stadium, architects to develop facility in Mullanpur