মহম্মদ নজমউদ্দীন খান

বাবি রাজবংশের একজন নবাব

মহম্মদ নজমউদ্দীন খান (মৃত্যু: ১৭৮৭) রাধনপুর রাজ্যে বাবি রাজবংশের তৃতীয় নবাব ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

মহম্মদ নজমউদ্দীন খান রাধনপুরের দ্বিতীয় নবাব দ্বিতীয় জওয়ান মর্দ খানের কনিষ্ঠ পুত্র ছিলেন। ১৭৬৫ খ্রিষ্টাব্দে পিতার মৃত্যুর পরে তিনি সিংহাসন লাভ করেন। তার কামাল বখতে সাহিবা নামক একজন কন্যা ছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Christopher Buyers। "Radhanpur, The Babi Dynasty"www.royalark.net। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫ 
পূর্বসূরী
দ্বিতীয় জওয়ান মর্দ খান
মহম্মদ নজমউদ্দীন খান
রাধনপুর রাজ্যের তৃতীয় নবাব
উত্তরসূরী
মহম্মদ গাজীউদ্দীন খান