মল্লিক গসের দরগাহ হল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার অন্তর্গত কৃষ্ণগঞ্জ থানার অধীন মাটিয়ারীতে অবস্থিত মুসলিম সম্প্রদায়ের একটি প্রাচীন দরগাহ।

মল্লিক গসের দরগাহ
Mallik Gosh's Dargah
মল্লিক গসের দরগাহ, নদীয়া
মল্লিক গসের দরগাহ, নদীয়া
ডাকনাম: বুড়ো পীরের দরগা
Countryভারত
Stateপশ্চিমবঙ্গ, নদিয়া জেলা
গ্রামমাটিয়ারী

নামকরণ সম্পাদনা

এই দরগাহের পীর 'বুড়োসাহেব'-এর পুরো নাম ছিল হজরত শাহ মূলক গোজ; যা জনসাধারণের মুখে রূপান্তরিত হয়ে 'মল্লিক গস' নাম ধারণ করেছে। [১] নদীয়া কাহিনীর প্রণেতা কুমুদনাথ মল্লিকের মতে, 'মল্লিক গস' একটি উপাধি বিশেষ যার উৎপত্তি 'মলি অল গস' শব্দ থেকে। এই দরগাহটি নদিয়া জেলার প্রাচীনতম দরগাহের একটি।[২][৩]

ইতিহাস সম্পাদনা

কিংবদন্তি অনুযায়ী, সপ্তদশ শতকের গোড়ায় নদীয়া রাজপরিবারের আদিপুরুষ রাজা ভবানন্দ মজুমদারের রাজত্বকালে উপর্যুক্ত হজরত শাহ নামে একজন সিদ্ধপীর, তার ভাই করিম ও অন্যান্য শিষ্যসহ এখানে আসেন। মৃত্যুর পর তাদের এই দরগাতে কবর দেওয়া হয়। প্রাচীন দরগাহটি সম্পূর্ণ পাথরের তৈরি ছিল বলে শোনা যায়।

বার্ষিক উৎসব সম্পাদনা

পীরের মৃত্যুদিন উপলক্ষে প্রতি বছর অম্বুবাচীর সময় এখানে বড় উৎসব ও মেলা হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ঘোষ, বিনয়, "পশ্চিমবঙ্গের সংস্কৃতি", তৃতীয় খন্ড, প্রথম সংস্করণ, প্রকাশ ভবন, পৃষ্ঠা: ৯৪-৯৫
  2. কুমুদনাথ মল্লিক, বিলু কবীর সম্পাদিত (২০১১)। নদীয়া কাহিনী। ঢাকা: বইপত্র। পৃষ্ঠা ৪০০, ৪২১। আইএসবিএন 978-984-8116-00-5 
  3. প্রথম খন্ড, কমল চৌধুরী (২০১২)। নদীয়ার ইতিহাস। কলকাতা: দেজ পাবলিশিং। পৃষ্ঠা ৪৫৫।